জনপ্রিয়তায় বলসোনারোকে আরও পেছনে ফেললেন লুলা: জরিপ

বর্তমান প্রেসিডেন্ট জইর বলসোনারোর চেয়ে জনপ্রিয়তায় আরও এগিয়েছেন সাবেক প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডা সিলভা
ফাইল ছবি

নির্বাচন ঘনিয়ে আসতেই ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্ট জইর বলসোনারোর চেয়ে জনপ্রিয়তায় আরও এগিয়েছেন সাবেক প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডা সিলভা। গতকাল সোমবার আইপিইসি প্রকাশিত জরিপ অনুযায়ী, বলসোনারোর চেয়ে লুলার জনপ্রিয়তার ব্যবধান ১৫ শতাংশে দাঁড়িয়েছে। খবর রয়টার্সের।

জরিপে দেখা যায়, ৪৬ শতাংশ ভোটার লুলাকে সমর্থন করছেন, আর বলসোনারোকে সমর্থন করছেন ৩১ শতাংশ ভোটার। আগের জরিপে লুলাকে ৪৪ শতাংশ আর বলসোনারোকে ৩১ শতাংশ ভোটার সমর্থনের কথা জানিয়েছিলেন।

আগামী ২ অক্টোবর ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রথম দফায় কোনো প্রার্থী ৫০ শতাংশ বা তার বেশি ভোট না পেলে ৩০ অক্টোবর দ্বিতীয় দফা ভোট হবে। এতে সর্বোচ্চ ভোট পাওয়া দুই প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

জরিপে দেখা গেছে, দ্বিতীয় দফা ভোট হলে লুলার জনপ্রিয়তার ব্যবধান ১৬ থেকে কিছুটা বেড়ে ১৭ শতাংশে গিয়ে দাঁড়াবে। লুলা ৫৩ শতাংশ ভোট পেয়ে জয়ী হবেন। বলসোনারো পাবেন ৩৬ শতাংশ ভোট।

কল্যাণমূলক কর্মসূচি ও মূল্যস্ফীতি সামলাতে পদক্ষেপ গ্রহণ সত্ত্বেও বর্তমান প্রেসিডেন্টের জনপ্রিয়তা আগের জরিপের মতো একই জায়গায় স্থির রয়েছে। জরিপ অনুযায়ী, বলসোনারোবিরোধী জনমত গত সপ্তাহে কিছুটা বেড়ে ৪৩ থেকে ৪৫ শতাংশে গিয়ে ঠেকেছে।

জরিপ সংস্থা আইপিইসি আগে ব্রাজিলিয়ান ইনস্টিটিউট অব পাবলিক ওপিনিয়ন অ্যান্ড স্ট্যাটিসটিকস (আইবিওপিই) নামে পরিচিত ছিল। প্রতিষ্ঠানটি ৯ থেকে ১১ সেপ্টেম্বর ২ হাজার ৫১২ জনের সাক্ষাৎকারের ভিত্তিতে এই জরিপ সম্পন্ন করে। জরিপের প্রান্তিক বিচ্যুতি ধরা হয়েছে ২ শতাংশ।

লুলা ২০০৩ থেকে ২০১০ সাল পর্যন্ত দুই মেয়াদে ক্ষমতায় ছিলেন। দরিদ্র ও শ্রমিকবান্ধব পদক্ষেপের জন্য ব্যাপক জনপ্রিয় ছিলেন তিনি। কিন্তু ক্ষমতা ছাড়ার পর দুর্নীতির অভিযোগে ২০১৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত ৫৮০ দিন কারাভোগ করেন লুলা। যদিও পরে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ বাতিল করা হয়েছিল। নির্বাচিত হলে ৭৬ বছর বয়সী এই নেতার প্রত্যাবর্তন উদাহরণ হয়ে থাকবে।