ব্রাজিলের দক্ষিণাঞ্চলে ঘূর্ণিঝড়ে গতকাল মঙ্গলবার ২১ জনের প্রাণহানি হয়েছে। ঘূর্ণিঝড়ের সময় দেশটিতে ভারী বৃষ্টি হয়। এতে বন্যার আশঙ্কা করা হচ্ছে।
দেশটির রিও গ্রান্দে দ্য সল রাজ্যের এই প্রাকৃতিক দুর্যোগ সবচেয়ে ভয়াবহ বলে উল্লেখ করা হয়েছে। গভর্নর ইডুয়ার্দো লেইতে সংবাদ সম্মেলনে এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন।
গত সোমবার শুরু হওয়া শিলাবৃষ্টি ও ঝড়ে ৬ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়। এ সময়ে ৩০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টি হয়।
স্থানীয় সংবাদমাধ্যম জিজেডএইচ জানায়, তাকুয়ারি নদীর বন্যায় মুকুম শহরের ৮৫ ভাগ প্লাবিত হয়। পাঁচ হাজারেরও বেশি মানুষকে বাসার ছাদ থেকে উদ্ধার করা হয়।
মেয়র ম্যাথিউস ট্রোজান বলেন, এখনো অনেক মানুষ নিখোঁজ। মৃত্যু আরও বাড়তে পারে।
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা কেন্দ্রীয় সরকারকে সহায়তা করার জন্য প্রস্তুত থাকতে বলেন।
ইবিরাইয়ারাস শহরে একজন বিদ্যুতায়িত হয়ে মারা যান। সেতু পার হওয়ার সময় গাড়ি উল্টে দম্পতি মারা যান।
বন্যাকবলিত এলাকায় ফায়ার সার্ভিসের হাজার হাজার কর্মী ও সামরিক বাহিনী হেলিকপ্টারযোগে উদ্ধার অভিযান চালাচ্ছে।
যোগাযোগমন্ত্রী পাউলো পিমেন্তা বলেন, অনেক পরিবার এখনো বিচ্ছিন্ন। তারা ঝুঁকির মধ্যে রয়েছে।
কাল বৃহস্পতিবারের আবহাওয়া পূর্বাভাসে কর্তৃপক্ষ ভয়াবহ বন্যার সতর্কবার্তা দিয়েছে।
ব্রাজিলের ২০ কোটি ৩০ লাখ মানুষের মধ্যে ৯৫ লাখই বন্যা ও ভূমিধসের ঝুঁকিতে রয়েছে।