ব্রাজিল কর্তৃপক্ষ জানিয়েছে, বিধ্বস্ত উড়োজাহাজে থাকা কেউ বেঁচে নেই
ব্রাজিল কর্তৃপক্ষ জানিয়েছে, বিধ্বস্ত উড়োজাহাজে থাকা কেউ বেঁচে নেই

ব্রাজিলে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত ১০

লাতিন আমেরিকার দেশ ব্রাজিলের দক্ষিণাঞ্চলে ১০ জন আরোহী নিয়ে একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। আজ রোববার পর্যটন শহর গ্রামাদোয় বিধ্বস্ত হয় ছোট আকৃতির ওই উড়োজাহাজ। সেটির আরোহীদের কেউ বেঁচে নেই বলে প্রাথমিকভাবে জানা গেছে।

গ্রামাদো শহরটি রিও গ্রান্দে দো সুল রাজ্যে অবস্থিত। রাজ্যের গভর্নর এদোয়ার্দো লেইতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেন, দুর্ভাগ্যবশত উড়োজাহাজটির আরোহীদের কেউ বেঁচে নেই বলে প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে।

রাজ্যের জননিরাপত্তা অফিসের দেওয়া তথ্য অনুযায়ী, উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার পর ঘটনাস্থলে আগুন ধরে যায়। আগুনে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন সেখানে থাকা অনেকে। তাঁদের মধ্যে অন্তত ১৫ জনকে গ্রামাদোর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, উড়োজাহাজটি প্রথমে একটি ভবনের চিমনিতে আঘাত করে। পরে সেটি আছড়ে পড়ে আরেকটি বাড়ির দ্বিতীয় তলায়। এরপর আসবাবের একটি দোকানের ভেতরে গিয়ে সেটি বিধ্বস্ত হয়। উড়োজাহাজের ধ্বংসাবশেষ ছিটকে কাছের একটি হোটেলের কাছে চলে যায়।

রিও গ্রান্দে দো সুল রাজ্যের সবচেয়ে জনপ্রিয় পর্যটন শহর গ্রামাদো। পার্বত্য অঞ্চলে অবস্থিত এই শহর চলতি বছরের শুরুর দিকে নজিরবিহীন এক বন্যার কবলে পড়েছিল। এতে বেশ কয়েকজন প্রাণ হারান। ধ্বংস হয়ে যায় শহরটির অনেক স্থাপনা। অর্থনৈতিক ক্ষতিও হয়।