ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও গায়ানার প্রেসিডেন্ট ইরফান আলি বৃহস্পতিবার বৈঠক করেছেন
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও গায়ানার প্রেসিডেন্ট ইরফান আলি বৃহস্পতিবার বৈঠক করেছেন

সীমান্তবিরোধ: শক্তি না খাটানোর অঙ্গীকার ভেনেজুয়েলা ও গায়ানার

তেলসমৃদ্ধ এসেকুইবো অঞ্চল নিয়ে দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তিতে শক্তি প্রয়োগ না করার অঙ্গীকার করেছে ভেনেজুয়েলা ও গায়ানা।

গতকাল বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে দেশ দুটি এই অঙ্গীকার করে। বিবৃতিতে বলা হয়, বিদ্যমান বিরোধসহ কোনো পরিস্থিতিতেই দুই দেশ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে একে অপরকে হুমকি দেবে না। পরস্পরের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করবে না।

বিরোধপূর্ণ অঞ্চলটি নিয়ে সম্প্রতি দুই দেশের মধ্যে উত্তেজনা ছড়ায়। এই প্রেক্ষাপটে গতকাল ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও গায়ানার প্রেসিডেন্ট ইরফান আলি প্রথমবারের মতো মুখোমুখি বৈঠক করেন।

সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইনে দুই নেতার মধ্যে বৈঠকটি হয়। বৈঠক শেষে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জটির প্রধানমন্ত্রী রালফ গনসালভেস ৯ দফার একটি বিবৃতি পড়ে শোনান।

বিবৃতিতে এমন ইঙ্গিত পাওয়া গেছে যে ভূখণ্ডগত এই বিরোধ নিষ্পত্তিতে যথাযথ বৈশ্বিক বিচারব্যবস্থার মধ্য দিয়ে যেতে দুই পক্ষের (ভেনেজুয়েলা ও গায়ানা) কেউই রাজি হয়নি। তবে উভয় দেশই আঞ্চলিক উত্তেজনা কমানোর ব্যাপারে আগ্রহ দেখিয়েছে।

বিবৃতি অনুযায়ী, ভেনেজুয়েলা ও গায়ানা আন্তর্জাতিক আইন অনুযায়ী বিরোধ নিষ্পত্তির ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছে।

উভয় নেতা তিন মাসের মধ্যে ব্রাজিলে আবার বৈঠকে বসার ব্যাপারে সম্মত হয়েছেন।