ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় ধাপের ভোট তথা রানঅফ আগামী ৩০ অক্টোবর। রানঅফে লড়বেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ও বামপন্থী নেতা লুইজ ইনাসিও লুলা দা সিলভা এবং ডানপন্থী নেতা ও বর্তমান প্রেসিডেন্ট জইর বলসোনারো। রান–অফ ভোটের আগে গতকাল শুক্রবার একটি জরিপ প্রকাশিত হয়েছে। জরিপের ফলে দেখা যাচ্ছে, বলসোনারোর চেয়ে এগিয়ে আছেন লুলা। তবে তাঁদের মধ্যে ব্যবধান কম। ফলে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।
ডেটাফোলহা ইনস্টিটিউটের জরিপে দেখা গেছে, জরিপে অংশগ্রহণকারীদের ৫৩ শতাংশ লুলাকে এবং ৪৭ শতাংশ বলসোনারোকে সমর্থন দিয়েছেন। বৃহস্পতি ও শুক্রবার ২ হাজার ৮৯৮ জন ভোটার ডেটাফোলহার জরিপে অংশ নেন। সর্বশেষ ৭ অক্টোবর একই প্রতিষ্ঠানের জরিপে দুই প্রার্থীর মধ্যে সমর্থনের হার একই ছিল।
তবে ব্রাজিলে জরিপকারী প্রতিষ্ঠানগুলোর জরিপ নিয়ে প্রশ্ন ওঠার মধ্যেই সর্বশেষ এ জরিপের ফল প্রকাশ করা হলো। জরিপ নিয়ে বিতর্ক মূলত ২ অক্টোবরের প্রথম ধাপের নির্বাচন নিয়ে। প্রথম ধাপের নির্বাচনের আগে ডেটাফোলহার জরিপে যেমন দেখা গিয়েছিল, প্রথম দফার নির্বাচনে লুলার চেয়ে ১৪ পয়েন্টের ব্যবধানে পিছিয়ে আছেন বলসোনারো। কিন্তু শেষ পর্যন্ত প্রথম দফা নির্বাচনে ব্যবধান ছিল ৫ পয়েন্ট। প্রথম ধাপে লুলা ৪৮ শতাংশ এবং বলসোনারো ৪৩ শতাংশ ভোট পান।
প্রথম ধাপের নির্বাচনের পর এর সমালোচনাও করেছিলেন বলসোনারো। তিনি অভিযোগ তুলেছিলেন, জরিপকারী প্রতিষ্ঠানগুলো ব্রাজিলের ভোটারদের কাছে তাঁর জনপ্রিয়তা নিয়ে মিথ্যা তথ্য তুলে ধরার চেষ্টা চালাচ্ছে। কট্টর ডানপন্থী এই প্রেসিডেন্ট আরও বলেছিলেন, ‘আমরা মিথ্যাকে পরাস্ত করেছি।’ বলসোনারোর এ অভিযোগের পরিপ্রেক্ষিতে এবং ব্রাজিলের বিচারবিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধে বৃহস্পতিবার জরিপকারী প্রতিষ্ঠানগুলো নিয়ে তদন্ত শুরু করেছে ফেডারেল পুলিশ।
ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচিত হতে একজন প্রার্থীকে ৫০ শতাংশ ভোট পেতে হয়। কিন্তু ২ অক্টোবরের প্রথম ধাপের ভোটে ডানপন্থী নেতা ও বর্তমান প্রেসিডেন্ট জইর বলসোনারো এবং বামপন্থী প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা—কেউই তা না পাওয়ায় ভোট দ্বিতীয় ধাপে তথা রানঅফে গড়িয়েছে।