ভেনেজুয়েলায় বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে উত্তেজনা চলার মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) ১০ দিনের জন্য নিষিদ্ধ ঘোষণা করলেন দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরো। এ নিষেধাজ্ঞা চলমান উত্তেজনাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।
নিকোলা মাদুরো বলেন, ভেনেজুয়েলার টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা কোনাটেলের উপস্থাপন করা একটি প্রস্তাবনায় তিনি স্বাক্ষর করেছেন। প্রস্তাবনায় এক্সের কার্যক্রম ১০ দিনের জন্য বন্ধ রাখার কথা বলা হয়। রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক বক্তব্যে মাদুরো এ কথা বলেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সকে কেন্দ্র করে মাদুরো ও ইলন মাস্ক অব্যাহতভাবে পরস্পরকে কটাক্ষ করছেন। প্রেসিডেন্ট মাদুরোকে গাধার সঙ্গে তুলনা করেছেন ইলন মাস্ক। অন্যদিকে প্রেসিডেন্ট নির্বাচনকে বিতর্কিত করতে ও বিক্ষোভের পেছনে ইলন মাস্ক ইন্ধন জোগাচ্ছেন বলে অভিযোগ করেছেন মাদুরো।
এক্সের ওপর সাময়িক এ নিষেধাজ্ঞা ভেনেজুয়েলায় আরেকটি বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনার ওপর আঘাত। এর আগে মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপ ব্যবহার না করার জন্য সমর্থকদের আহ্বান জানান মাদুরো। বিকল্প হিসেবে টেলিগ্রাম ও উইচ্যাট ব্যবহার করতে বলেন তিনি।
বিতর্কিত এ নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক বিভিন্ন মহল। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নসহ অনেক দেশ মাদুরোর জয়কে প্রত্যাখ্যান করেছে। ভোটের পুঙ্খানুপুঙ্খ ফলাফল প্রকাশ করার দাবিও জানিয়েছে তারা।
এ বিষয়ে হোয়াটসঅ্যাপ মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। এক্স কর্তৃপক্ষও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
ভেনেজুয়েলায় গত ২৮ জুলাই প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। পরদিন দেশটির জাতীয় নির্বাচন কাউন্সিল মাদুরোকে অনানুষ্ঠানিকভাবে জয়ী ঘোষণা করে। দাবি করা হয়, প্রায় ৫১ শতাংশ ভোট পেয়েছেন তিনি। তবে ভোটের পুঙ্খানুপুঙ্খ ফল প্রকাশ করেনি নিয়ন্ত্রক সংস্থাটি।
এদিকে মাদুরোকে জয়ী ঘোষণা করার পরপরই লাতিন আমেরিকার দেশটিতে বিক্ষোভ শুরু হয়। কারাকাসের রাস্তায় নেমে আসেন হাজারো মানুষ। বিরোধীরা এ নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ তোলেন। তাঁরা ভোটের পুঙ্খানুপুঙ্খ ফলাফল প্রকাশ করার দাবি জানান।
ইতিমধ্যে বিতর্কিত এ নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক বিভিন্ন মহল। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নসহ অনেক দেশ মাদুরোর জয়কে প্রত্যাখ্যান করেছে। ভোটের পুঙ্খানুপুঙ্খ ফলাফল প্রকাশ করার দাবিও জানিয়েছে তারা।
নির্বাচন–পরবর্তী বিক্ষোভে এ পর্যন্ত ২৩ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় বিভিন্ন সংস্থা। এ ছাড়া গ্রেপ্তার করা হয়েছে হাজারো মানুষকে।