লুলা দা সিলভার অস্ত্রোপচার করার কথা আজ

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা
ফাইল ছবি: রয়টার্স

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার আজ শুক্রবার অস্ত্রোপচার করার কথা রয়েছে।

গত জানুয়ারিতে ব্রাজিলের প্রেসিডেন্টের দায়িত্ব নেন ৭৭ বছর বয়সী বামপন্থী রাজনীতিক লুলা। এর পর থেকে বিভিন্ন দেশে রাষ্ট্রীয় সফরে ব্যস্ত সময় পার করছিলেন তিনি। এ জন্য এত দিন তিনি ছুরি-কাঁচির নিচে নিজেকে সঁপে দেননি। এখন তাঁর অস্ত্রোপচারের কথা জানা গেল।

চলতি বছরের জুলাইয়ে লুলা নিজেই জানান, তিনি অস্টিওআর্থ্রাইটিসে ভুগছেন। এ থেকে মুক্তি পেতে অস্ত্রোপচার করে নিতম্ব প্রতিস্থাপনের (হিপ রিপ্লেসমেন্ট) সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
ওই সময় লুলা বলেন, ‘আমি সেই ফুটবলারের মতো, তীব্র ব্যথায় ভোগার কথা যিনি তাঁর কোচকে বলতে পারছেন না।’ লুলা জানান, শারীরিক এই প্রতিবন্ধকতার কারণে তাঁর মেজাজ খিটখিটে হয়ে গেছে। লুলা বলেন, ‘আমি ভালো মেজাজে থাকতে চাই। কারণ, আমি ব্রাজিলের জন্য কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

আগামী নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতে জাতিসংঘ আয়োজিত জলবায়ু বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে লুলার। এর আগেই পুরোপুরি সুস্থ হয়ে ওঠার প্রত্যাশা করছেন লুলা। মাঝের সময়টায় তিনি রাজধানী ব্রাসিলিয়ায় থেকে নিয়মিত কাজ চালিয়ে যাবেন।

শ্রমিক নেতা হিসেবে নিজের রাজনৈতিক জীবন শুরু করেছিলেন লুলা। এর পর ধীরে ধীরে রাষ্ট্রপ্রধানের পদে বসেছেন। ২০০৩ থেকে ২০১০ সাল পর্যন্ত লুলা ব্রাজিলের প্রেসিডেন্ট ছিলেন। গত বছর কট্টর ডানপন্থী নেতা জইর বলসোনারোকে হারিয়ে তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হন তিনি।

২০১১ সালে লুলার ক্যানসার শনাক্ত হয়েছিল। দীর্ঘ চিকিৎসার পর তিনি সুস্থ হয়ে ওঠেন। গত বছরের নভেম্বরে তিনি কণ্ঠনালির ক্ষত সারাতে অস্ত্রোপচার করিয়েছিলেন। এ ছাড়া গত মার্চে নিউমোনিয়ায় ভুগেছিলেন লুলা। ওই সময় তিনি অসুস্থতার জন্য চীনে রাষ্ট্রীয় সফর স্থগিত করেন।