মেক্সিকোয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ১০ জন নিহত হয়েছেন। গতকাল সোমবার এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সেখানে একটি মহাসড়কে নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালিয়েছিলেন বন্দুকধারীরা। এ হামলার পর মেক্সিকোর নুয়েভো লিয়ন অঙ্গরাজ্যের সিকিউরিটি সেক্রেটারি জেরারডো প্যালাসিওস এক ফেসবুক পোস্টে লিখেছেন, ‘বেসামরিক নিরাপত্তা বাহিনীর ওপর সেখানে হামলা চালানো হয়েছিল। অস্ত্রধারীরা তিনটি ট্রাক নিয়ে তাদের ওপর হামলা চালিয়েছিল।’
এ সময় নিরাপত্তা বাহিনী পাল্টা গুলি চালায়। এতে সন্দেহভাজন ১০ অপরাধী নিহত হন। এ ছাড়া গুলিতে আহত হন নিরাপত্তা বাহিনীর চার কর্মকর্তা।
নুয়েভো লিয়ন ও তামাউলিপাস অঙ্গরাজ্যের মধ্যবর্তী একটি এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ এলাকায় প্রায়ই সহিংসতার ঘটনা ঘটে। সেখানে মূলত অপরাধী চক্রগুলো এসব হামলার সঙ্গে জড়িত থাকে। এ এলাকায় অপহরণ, গুম ও ডাকাতির ঘটনাও ঘটে।
হামলা, গুম ও সহিংসতার ঘটনা প্রায়ই ঘটে মেক্সিকোয়। ২০০৬ সাল থেকে মেক্সিকো সরকার মাদকবিরোধী অভিযান শুরু করেছে। তথাকথিত এ অভিযান শুরুর পর মেক্সিকোয় ৩ লাখ ৪০ হাজারের বেশি মানুষ নিহত ও প্রায় ১ লাখ মানুষ গুমের শিকার হয়েছেন। এর অধিকাংশ ঘটনা ঘটেছে অপরাধী চক্রের মদতে।