যুক্তরাষ্ট্র সীমান্তের কাছে ১৭ অভিবাসনপ্রত্যাশীকে গুলি করে ও পুড়িয়ে হত্যার সঙ্গে মেক্সিকো পুলিশের ১১ সাবেক কর্মকর্তা জড়িত ছিলেন বলে প্রমাণিত হয়েছে। গত বৃহস্পতিবার মেক্সিকোর একটি আদালতে তাঁদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়।
এ তথ্য নিশ্চিত করে মেক্সিকোর সরকারি কৌঁসুলির কার্যালয় জানিয়েছে, ১১ জনের বিরুদ্ধে হত্যার ও ১ জনের বিরুদ্ধে পুলিশের ক্ষমতা অপব্যবহারের অভিযোগ প্রমাণিত হয়েছে।
২০২১ সালের ২১ জানুয়ারি মেক্সিকোর তামাউলিপাস প্রদেশে যুক্তরাষ্ট্র সীমান্তের কাছে গুয়াতেমালার ১৬ ও হন্ডুরাসের ১ অভিবাসনপ্রত্যাশীকে হত্যা করা হয়।
পরে তাঁদের মরদেহগুলো একটি ট্রাকে পোড়া অবস্থায় পাওয়া যায়। প্রাথমিকভাবে এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ১২ পুলিশ কর্মকর্তাকে অভিযুক্ত করা হয়। পরে তাঁদের একজন তদন্তে সহযোগিতা করায় তাঁর বিরুদ্ধে অভিযোগ কিছুটা শিথিল করা হয়।