আলোচনার জন্য স্পেনে নিযুক্ত নিজেদের রাষ্ট্রদূত গ্ল্যাডিস গুতেরেসকে দেশে ডেকে পাঠিয়েছে ভেনেজুয়েলা। পাশাপাশি দেশটিতে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত রামন সান্তোসকে আজ শুক্রবার ভেনেজুয়েলার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল গতকাল বৃহস্পতিবার এ ঘোষণা দেন।
মেসেজিং অ্যাপ টেলিগ্রামে গতকাল এক পোস্টে ইভান গিল স্পেনের প্রতিরক্ষামন্ত্রী মার্গারিটা রোবেলসের একটি মন্তব্যকে ‘ঔদ্ধত্য, হস্তক্ষেপকারী ও অভদ্র’ আখ্যায়িত করেন। রোবেলসের এ ধরনের মন্তব্যের কারণেই নিজেদের রাষ্ট্রদূতকে ফিরিয়ে নেওয়া ও স্পেনের রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে বলে জানান তিনি।
গতকাল স্পেনের রাজধানী মাদ্রিদে একটি বই উপস্থাপনা অনুষ্ঠানে রোবেলস ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর প্রশাসনকে ‘স্বৈরতন্ত্র’ বলেন। আর স্বৈরতন্ত্রের কারণে যাঁরা দেশটি ত্যাগ করছেন, তাঁদের প্রশংসা করেন তিনি।
এদিকে ভেনেজুয়েলার পদক্ষেপকে এতটা গুরুত্ব দিচ্ছে না স্পেন। আজ স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস আরএনই রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘রাষ্ট্রদূতকে তলব করা, যেটি আমিও অসংখ্যবার করেছি এবং আলাপ-আলোচনার জন্য (কোনো রাষ্ট্রদূতকে) ডেকে পাঠানো যেকোনো দেশের সার্বভৌম সিদ্ধান্ত। এটা নিয়ে মন্তব্য করার কিছু নেই।’ ভেনেজুয়েলার ভ্রাতৃপ্রতিম জনগণের সঙ্গে সর্বোচ্চ ভালো সম্পর্ক রক্ষা করে চলার চেষ্টা করছেন বলেও জানান স্পেনের এই রাজনীতিবিদ। অন্যদিকে ভেনেজুয়েলা একটি স্বৈরতান্ত্রিক দেশ কি না, এমন প্রশ্নের উত্তর এড়িয়ে যান তিনি।
ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা ও প্রেসিডেন্ট প্রার্থী এদমুন্দো গোনসালেস সম্প্রতি স্পেনে আশ্রয় গ্রহণ করেন। গতকাল স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ মাদ্রিদে স্বেচ্ছায় নির্বাসিত ভেনেজুয়েলার এই রাজনীতিবিদের সঙ্গে দেখা করেন। আগের দিন বুধবার স্পেনের পার্লামেন্টের নিম্নকক্ষ গোনসালেসকে ভেনেজুয়েলার সদ্য সমাপ্ত প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হিসেবে স্বীকৃতি দেয়।
গোনসালেস ভোটের বিস্তারিত জনসমক্ষে তুলে ধরে নিজেকে বিজয়ী দাবি করেন। কিন্তু দেশটির জাতীয় নির্বাচন কর্তৃপক্ষ ভোটের বিস্তারিত হিসাব প্রকাশ না করলেও বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকেই বিজয়ী ঘোষণা করে। মাদুরো আন্তর্জাতিক সমালোচনাকে ডানপন্থীদের ষড়যন্ত্র আখ্যায়িত করেন।