ব্রাজিলের কংগ্রেস, প্রেসিডেন্ট প্রাসাদ ও সুপ্রিম কোর্টে হামলার নিন্দা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। হামলাকারীদের তিনি ‘ফ্যাসিস্ট’ হিসেবে অভিহিত করেছেন। খবর এএফপির।
গতকাল রোববার দেশটির সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোর শত শত সমর্থক এ হামলা চালান। হামলার নিন্দা জানিয়েছেন কট্টর ডানপন্থী এ রাজনীতিক। একই সঙ্গে হামলায় নিজের কোনো ভূমিকা থাকার কথা তিনি অস্বীকার করেছেন।
হামলা চালাতে বলসোনারো তাঁর সমর্থকদের উসকানি দিয়েছেন বলে অভিযোগ করেছেন প্রেসিডেন্ট লুলা। তবে এ অভিযোগ প্রত্যাখ্যান করেছেন বলসোনারো।
লুলা বলেছেন, ‘এই ভাঙচুরকারীরা কারা, আমরা তা খুঁজে বের করব। আইনের পূর্ণ শক্তি দিয়ে তাঁদের দমন করা হবে।’
হামলার জেরে ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় নিরাপত্তা-সংক্রান্ত কেন্দ্রীয় হস্তক্ষেপ ঘোষণা করে ডিক্রি জারি করেছেন লুলা। এই ডিক্রি দেশটির রাজধানীতে আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে তাঁর সরকারকে বিশেষ ক্ষমতা প্রদান করেছে। ৩১ জানুয়ারি পর্যন্ত এটি বহাল থাকবে।
গত ডিসেম্বরে ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন হয়। এতে বামপন্থী লুলার কাছে বলসোনারো পরাজিত হন। এ নির্বাচনের পর বলসোনারোর বিরুদ্ধে সহিংসতায় উসকানির অভিযোগ তুলেছিলেন লুলা। তাঁর শপথ গ্রহণের আগে ৩০ ডিসেম্বর দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে চলে যান বলসোনারো।