ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ব্রাজিলের রিও ডি জেনিরোতে জি২০ শীর্ষ সম্মেলনে, ১৮ নভেম্বর ২০২৪
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ব্রাজিলের রিও ডি জেনিরোতে জি২০ শীর্ষ সম্মেলনে, ১৮ নভেম্বর ২০২৪

জি২০ সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে মোদির কুশল বিনিময়

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব্রাজিলের রিও ডি জেনিরোতে চলমান জি২০ শীর্ষ সম্মেলনের ফাঁকে ফাঁকে একাধিক বিশ্বনেতার সঙ্গে কুশল বিনিময় করেছেন। সম্মেলনের প্রথম দিন গতকাল সোমবার তিনি ব্রাজিল, সিঙ্গাপুর, স্পেনসহ আরও কিছু দেশের নেতাদের সঙ্গে এ কুশল বিনিময় করেন।

রিও ডি জেনিরোতে মোদিকে উষ্ণ অভ্যর্থনা জানান আয়োজক দেশ ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মোদি লিখেছেন, ‘রিও ডি জেনিরোতে জি২০ সম্মেলনের কার্যক্রমের জন্য উন্মুখ হয়ে অপেক্ষা করছি। উষ্ণ অভ্যর্থনার জন্য প্রেসিডেন্ট লুলার কাছে আমি কৃতজ্ঞ।’

নাইজেরিয়ায় দুই দিনের সফর শেষে রিও ডি জেনিরোতে পৌঁছেছেন মোদি। জি২০ সম্মেলনের এক ফাঁকে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গেও তিনি দেখা করেছেন।

সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওং-এর সঙ্গেও মোদির কথা হয়েছে। এ প্রসঙ্গে নিজের এক্স অ্যাকাউন্টে মোদি লিখেছেন, ‘রিও ডি জেনিরোতে জি২০ সম্মেলনে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওং-এর সঙ্গে চমৎকার আলাপচারিতা হয়েছে।’

জি২০ সম্মেলনে স্পেনের প্রেসিডেন্ট পেদ্রো সানচেজের সঙ্গেও মোদির সাক্ষাৎ হয়েছে। গত মাসে সানচেজ এক রাষ্ট্রীয় সফরে ভারতে এসেছিলেন। তখন তাঁরা গুজরাটের ভাদোদরা বা বরোদা শহরে বৈঠক করেছিলেন।

সানচেজের সঙ্গে গুজরাটে সাক্ষাতের প্রসঙ্গ টেনে মোদি এক্সে লিখেছেন, ‘ভাদোদরা থেকে রিও পর্যন্ত আলাপ-আলোচনা অব্যাহত রয়েছে। স্পেনের প্রেসিডেন্ট পেদ্রো সানচেজের সঙ্গে সুন্দর আলাপ হয়েছে।’

গতকাল জি২০ শীর্ষ সম্মেলনের প্রথম দিন বক্তব্য দিয়েছেন মোদি। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন জায়গায় সংঘাতের কারণে গ্লোবাল সাউথ বা বৈশ্বিক দক্ষিণের দেশগুলো খাদ্য, জ্বালানি ও সারসংকটে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই জি২০-কে এসব চ্যালেঞ্জ সুরাহা করতে চেষ্টা করতে হবে।

রিও ডি জেনিরোর দুই দিনব্যাপী জি২০-এর শীর্ষ সম্মেলন আজ মঙ্গলবার শেষ হবে। এতে প্রভাবশালী দেশের নেতা ও প্রতিনিধিরা অন্যান্য বিষয়ের পাশাপাশি রাশিয়া-ইউক্রেন সংঘাত ও গাজা পরিস্থিতি নিয়ে কথা বলবেন বলে আশা করা হচ্ছে।