নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট ও বামপন্থী নেতা লুলা দা সিলভার কাছে পরাজয়ের পর থেকে নীরব ছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারো।
অবশেষে তিনি মুখ খুলেছেন। নির্বাচন নিয়ে গত শুক্রবার মন্তব্য করেছেন তিনি। বলসোনারো বলেন, ‘আমি গত ৪০ দিন নীরব ছিলাম। এটা (পরাজয়) আমার হৃদয়ে আঘাত হেনেছে। এমনকি জনগণের জন্য ঝুঁকি নেওয়ার পরও আমি আপনাদের মতোই একজন সুখী মানুষ।’
গত ৩০ অক্টোবর অনুষ্ঠিত ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে চূড়ান্ত দফা (রান–অফ) ভোটে ডানপন্থী বলসোনারোর প্রতিদ্বন্দ্বী ছিলেন বামপন্থী লুলা দা সিলভা।
রান–অফ ভোটে লুলার কাছে হারেন বলসোনারো। এরপর তাঁকে একবারই জনসমক্ষে দেখা গিয়েছিল। তবে তিনি সেবার নির্বাচন নিয়ে কোনো কথা বলেননি।