ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে দেশটির সামরিক বাহিনীর সমর্থন জরুরি। বুধবার নিউইয়র্ক টাইমস-এ দেশটির বিরোধীদলীয় নেতা জুয়ান গুয়াইদো এ কথা লেখেন বলে এএফপির খবরে বলা হয়।
গুয়াইদো বলেন, নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে কয়েকবার গোপন বৈঠক অনুষ্ঠিত হয়। অধিকাংশ বৈঠকে সামরিক সদস্যরা দেশে এমন অবস্থা আর চলতে পারে না বলে সম্মত হন।
গুয়াইদো লেখেন, সরকারের পরিবর্তন আনতে মাদুরোর প্রতি থাকা সামরিক বাহিনীর সমর্থন প্রত্যাহার করে নেওয়া গুরুত্বপূর্ণ এবং সামরিক বাহিনীর অধিকাংশ সদস্য এ ব্যাপারে সম্মত হন যে দেশের সাম্প্রতিক ভোগান্তি আর মেনে নেওয়া যায় না।
এদিকে হোয়াইট হাউসের মুখপাত্র সারাহ স্যান্ডার্স টুইটারে এক বার্তায় বলেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার জনগণের সঙ্গে রয়েছে।
২৩ জানুয়ারি ভেনেজুয়েলার বিরোধী নেতা ও পার্লামেন্টের স্পিকার গুয়াইদো নিজেকে দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ঘোষণা করেন। ইতিমধ্যে যুক্তরাষ্ট্র ও ২০টির বেশি দেশ হুয়ান গুয়াইদোকে ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিয়েছে। এরই মধ্যে তিনি আগাম নির্বাচনের ডাক দিয়েছেন। গুয়াইদোর অভিযোগ, গত বছর অনুষ্ঠিত নির্বাচনে কারচুপির মাধ্যমে দ্বিতীয় মেয়াদে মাদুরো ক্ষমতায় বসেছেন।
আট দিনের মধ্যে নতুন করে নির্বাচন দিতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর প্রতি ২৬ জানুয়ারি আহ্বান জানায় ইউরোপের দেশ যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, পর্তুগাল ও নেদারল্যান্ডস। একই কথা বলেছে ইউরোপীয় ইউনিয়নও।