দক্ষিণ আমেরিকায় আগ্রহ সৃষ্টি করছে চীনের টিকা

চীনের সরকার আয়োজিত এক প্রদর্শনীতে সিনোভ্যাক বায়োটেকের উদ্ভাবিত সম্ভাব্য টিকা। ২৪ সেপ্টেম্বর, বেইজিং।
ছবি: রয়টার্স

দক্ষিণ আমেরিকার দেশগুলোতে করোনা পরিস্থিতি দিন দিন ভয়াবহ হয়ে উঠছে। তবে আশা জাগাচ্ছে চীনের সিনোভ্যাকের তৈরি করোনার টিকা। ব্রাজিলে এ টিকা উৎপাদন শুরু হওয়ায় দেশটির বিভিন্ন রাজ্য ও লাতিন আমেরিকাজুড়ে আগ্রহ সৃষ্টি হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সাও পাওলোর গভর্নর জোয়াও ডোরিয়া গতকাল এক সংবাদ সম্মেলনে বলেছেন, এ রাজ্যের জৈবপ্রযুক্তি প্রতিষ্ঠান বুটানটান ইনস্টিটিউট ২৫ জানুয়ারি থেকে টিকাদান কর্মসূচি উপলক্ষে প্রতিদিন ১০ লাখ ডোজ টিকা উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে।

ডোরিয়া আরও বলেছেন, করোনাভ্যাক নামের টিকা নিতে ইতিমধ্যে বুটানটানের সঙ্গে ব্রাজিলের ১১টি রাজ্য যোগাযোগ করেছে।

ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারো অবশ্য জাতীয় টিকাদান কর্মসূচি চালাতে চীনের টিকা না কেনার কথা বলেছেন।

ডোরিয়ার সংবাদ সম্মেলনে বুটানটানের প্রধান ডিমাস কোভাস বলেছেন, লাতিন আমেরিকার বেশ কয়েকটি দেশ বিশেষ করে পেরু, উরুগুয়ে, প্যারাগুয়ে, হন্ডুরাস ব্রাজিলে উৎপাদিত করোনাভ্যাক টিকা নিতে আগ্রহ দেখিয়েছে। বুটানটান আর্জেন্টিনাকেও টিকা দিতে আলোচনা এগিয়ে নিচ্ছে।

ডিমাস বলেন, করোনাভ্যাক টিকাটির দাম পড়বে সাড়ে ১০ মার্কিন ডলার যা যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় প্রতিষ্ঠানের তৈরি টিকার দামের তুলনায় অনেক কম।

করোনায় বিশ্বের সবচেয়ে ক্ষতিগ্রস্ত তিন দেশের মধ্যে আছে ব্রাজিল। করোনাভাইরাসের প্রথম ঢেউ শেষ না হতেই দ্বিতীয় ঢেউ চলে এসেছে সেখানে। ব্রাজিলে ৬৭ লাখের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে এবং মারা গেছেন ১ লাখ ৭৮ হাজারের বেশি মানুষ।