চিলির উত্তর-মধ্যাঞ্চলে গতকাল শনিবার ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ বলছে, কোকিম্বো থেকে ১৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে ভূমিকম্পটি আঘাত হানে। কোকিম্বো ও আতাকামা ছাড়াও সান্তিয়াগো, ও হিগিনস, ভালপারাসিও এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে।
রিকার্ডো টোরোতে ন্যাশনাল ইমার্জেন্সি কার্যালয় বলছে, ভূমিকম্পের পর কয়েক হাজার ঘরবাড়ি বিদ্যুৎসংযোগবিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
বিশ্বের ভূমিকম্পপ্রবণ দেশগুলোর মধ্যে একটি চিলি। ১৯৬০ সালে চিলির ভালদিভিয়া এলাকায় ৯.৫ মাত্রার সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।
আরও পড়ুন:
শত বছরের সেই সব ভয়াল ভূমিকম্প