ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো

ক্ষমতা বাড়ল ভেনেজুয়েলার প্রেসিডেন্টের

মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার প্রতিক্রিয়া হিসেবে ভেনেজুয়েলার সরকার–সমর্থিত জাতীয় গণপরিষদ বৃহস্পতিবার প্রেসিডেন্ট মাদুরোর ক্ষমতা বাড়িয়ে একটি আইন পাস করেছে। ওই আইন অনুসারে নিকোলাস মাদুরো গোপনে বেসরকারি প্রতিষ্ঠান এবং বাইরের দেশগুলোর সঙ্গে নতুন তেল চুক্তি করতে পারবেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিরোধী নিয়ন্ত্রিত কংগ্রেসকে পাশ কাটাতে মাদুরো গত মঙ্গলবার ‘অ্যান্টি-ব্লকেড’ বা ‘নিষেধাজ্ঞা বিরোধী’ বিল ন্যাশনাল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে পেশ করেন।

‘আমরা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অবরোধের মুখোমুখি লড়াই চালিয়ে যাওয়ার জন্য একটি আইনি হাতিয়ার তুলে দিতে পারি।’
ডিওসডাডো ক্যাবেলো, অ্যাসেম্বলির প্রেসিডেন্ট ও ক্ষমতাসীন সোশ্যালিস্ট পার্টির ভাইস প্রেসিডেন্ট

আইনটি রাষ্ট্রীয় তেল সংস্থা পিডিভিএসএ এবং বেসরকারী সংস্থাগুলোর মধ্যে যৌথ উদ্যোগের মালিকানা পরিবর্তনের অনুমতি দেবে। তবে ভবিষ্যতে যৌথ উদ্যোগে পিডিভিএসএর অংশীদারত্ব কতটা থাকবে, তা বলা হয়নি।

তেল উৎপাদন কমে যাওয়ায় ও মার্কিন নিষেধাজ্ঞার কবলে পড়ায় অপরিশোধিত তেল রপ্তানির সীমাবদ্ধতার কারণে মাদুরোর সরকার মারাত্মক আর্থিক সংকটের মধ্যে আছে।