বিচিত্র

খেলনা গাড়ির গতি ঘণ্টায় ১৪৮ কিমি

খেলনা গাড়িতে বসে আছেন মার্সেল পল
ছবি: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ইনস্টাগ্রাম থেকে

খেলনা গাড়িকে দ্রুতগতির গাড়িতে রূপান্তর করে তাতে চড়ে বিশ্ব রেকর্ড গড়েছেন জার্মানির প্রকৌশলের শিক্ষার্থী মার্সেল পল। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নিজের নাম লিখিয়েছেন তিনি।

শৈশবের স্মৃতিকে পেছনে ফেলে মার্সেল তাঁর ক্ষুদ্রাকৃতির গাড়িটির গতি ঘণ্টায় ১৪৮ দশমিক ৪৫৪ কিলোমিটারে উন্নীত করেন।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে রোমাঞ্চকর এই কৃতিত্ব ভিডিও করে নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন মার্সেল। এতে দেখা যায়, তিনি গতি বাড়ানো সেই ছোট গাড়িতে প্রায় শুয়ে হোকেনহাইমরিং রেসট্র্যাকের চারপাশে ঘুরছেন।

এই ভিডিও ব্যাপক সাড়া ফেলে দিয়েছে। এক দিনে সেই ভিডিও সাড়ে ছয় লাখ মানুষ দেখেছেন। এতে লাইক পড়েছে ২১ হাজার। শৈশবের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে মার্সেলের যে চেষ্টা, তাতে মুগ্ধ ভিডিওর দর্শকেরা।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ জনপ্রিয়তা পেয়েছে। অনেকেই এ নিয়ে মজার মজার মন্তব্য করেছেন।

একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী লিখেছেন, ‘বাইসাইকেলের দামে ফেরারি।’ আরেকজন লিখেছেন, ‘আমিও এটি করতে চাই, আমি কোথায় সাইন আপ করতে পারি।’

তৃতীয় আরেকজন লিখেছেন, ‘নাহ, এটি দেখে ভয়ানক লাগছে, তবে রেকর্ডধারী ভালো করেছেন।’ আরেক ইনস্টাগ্রাম ব্যবহারকারী লিখেছেন, ‘শেষমেষ একটি ভালো বিশ্ব রেকর্ড হলো।’

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্যমতে, অসাধারণ কৃতিত্বটি ছিল ১০ মাসের গবেষণার ফল। মার্সেলের প্রকৌশলগত দক্ষতা এবং একাগ্রতা তাঁকে শুধু রেকর্ডস বইয়ে স্থান করে দেয়নি, তিনি তাঁর বুদ্ধিমত্তা এবং অসাধারণ গতির জন্য বৈশ্বিক স্বীকৃতিও অর্জন করেছেন।