পৃথিবী ঘুরে দেখবেন বলে ছেড়ে দিলেন চাকরি 

আকাঙ্ক্ষা মংগা
আকাঙ্ক্ষা মংগা

সবার নানা রকম আকাঙ্ক্ষা থাকে। জীবনের একটা পর্যায়ে নিজের ইচ্ছা পূরণে তাঁরা বেছে নেন বিভিন্ন উপায়। কেউ কেউ তাঁদের কাজের সঙ্গে মিলিয়ে নিজের ইচ্ছাগুলোকে পূর্ণ করেন। কেউ কেউ আবার নিজের শখ পূরণে বড় চাকরি ছেড়ে দিতেও দ্বিধা করেন না। এমনই একটি ঘটনা ঘটেছে ভারতের দিল্লির তরুণী আকাঙ্ক্ষা মংগার জীবনে। নিজের ভ্রমণের শখ পূরণের জন্য তিনি ছেড়ে দিয়েছেন লিংকডইনের মতো প্রতিষ্ঠানের চাকরি। আকাঙ্ক্ষা পুরো বিশ্ব ঘুরে দেখতে চান। তাঁর সেই ইচ্ছার কথা ইনস্টাগ্রামে জানানোর পর তিনি ব্যাপক সাড়া পেয়েছেন। 

আকাঙ্ক্ষা মংগা গত বুধবার টুইটারে তাঁর জীবনের গল্প তুলে ধরেছেন। তিনি লিখেছেন, গত বছর একদিন হুট করেই লিংকডইনের চাকরি ছেড়ে দেন তিনি। যেদিন সিদ্ধান্ত নিয়েছিলেন চাকরি করবেন না, সেদিনই নিজের ইচ্ছাপূরণের কথা ভাবেন তিনি।

আকাঙ্ক্ষা বলেন, ‘আমি নিজের কাছে প্রতিজ্ঞা করেছিলাম, এক বছর নিজের ভালো লাগার ওপর গুরুত্ব দেব। সারা দুনিয়া ঘুরে দেখব।’ ওই তরুণী বলেন, কাজ করতে করতে নিজের ভেতর সব শক্তি ফুরিয়ে আসছিল। তাই নিজেকে সময় দিতে সিদ্ধান্ত নেন চাকরি ছাড়ার।

তাঁর লিংকডইন প্রোফাইলের তথ্য অনুযায়ী, তিনি এ প্রতিষ্ঠানে গত বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাস চাকরি করেন। এ সময় তাঁর পদবি ছিল ক্রিয়েটর ম্যানেজার অ্যাসোসিয়েট।