বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। রোজকার সব ঘটনা কি আমরা মনে রাখি? তবে কিছু বিষয় স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে, কিছু ঘটনা ইতিহাসের পাতায় উঠে যায়। তেমনই কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ৬ অক্টোবর। চলুন দেখি, বিশ্বে এদিন কী কী বড় ঘটনা ঘটেছিল। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম।
হালের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম। ২০১০ সালের ৬ অক্টোবর ইনস্টাগ্রাম চালু হয়। প্রথম দিনেই ২৫ হাজারের বেশি মানুষ ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলেছিলেন।
ব্রিটিশ অভিযাত্রিক জেসন লুইস। ২০০৭ সালের এই দিনে বিশ্বভ্রমণ শেষে যুক্তরাজ্যের গ্রিনিচ শহরে ফেরেন তিনি। এর মধ্য দিয়ে অনন্য একটি নজির গড়েন জেসন। তিনি বিশ্বের প্রথম মানুষ, যিনি শুধু পেশিশক্তি ব্যবহার করে বিশ্বে ঘুরেছেন। অর্থাৎ তিনি পায়ে হেঁটে, দৌড়ে, প্রয়োজনমতো সাইকেল আর নৌকা চালিয়ে ভ্রমণ করেছেন। প্রায় ৭৫ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন। এ জন্য সময় নিয়েছেন ৪ হাজার ৮৩৩ দিন।
ব্রিটিশ প্রকৌশলী রবার্ট স্টিভেনসন বাষ্পীয় শক্তিতে চালিত রেল ইঞ্জিন আবিষ্কার করে সাড়া ফেলেছিলেন। ১৮২৯ সালের ৬ অক্টোবর তাঁর এই ইঞ্জিনের পরীক্ষা চালানো হয়। রেলগাড়ি ছোটে যুক্তরাজ্যের লিভারপুল থেকে ম্যানচেস্টার অবধি। রেলওয়েতে বৈপ্লবিক পরিবর্তন আনে এই ইঞ্জিন।
সময়টা ২০১০ সালের ৬ অক্টোবর। বিজ্ঞানীরা জানান, প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র পাপুয়া নিউগিনিতে ২০০টির বেশি প্রজাতির প্রাণী ও উদ্ভিদের সন্ধান পাওয়া গেছে।