ইতিহাসের এই দিনে

ডানা লাগিয়ে উড়ল মানুষ

বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। রোজকার সব ঘটনা কি আমরা মনে রাখি? তবে কিছু বিষয় স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে, কিছু কিছু ঘটনা ইতিহাসের পাতায় উঠে যায়। তেমনই কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ৩১ জুলাই। চলুন দেখি, বিশ্বে এদিন কী বড় বড় ঘটনা ঘটেছিল। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম

অস্ট্রিয়ান স্কাইডাইভার ফেলিক্স বাউমগার্টনার
ছবি: রয়টার্স

অস্ট্রিয়ান স্কাইডাইভার ফেলিক্স বাউমগার্টনার বিশ্বের প্রথম ব্যক্তি যিনি ডানা (কার্বন উইংস) লাগিয়ে ইংলিশ চ্যানেলের ওপর দিয়ে উড়েছিলেন। ২০০৩ সালের ৩১ জুলাই তিনি এই কীর্তি গড়েন। এ জন্য শুরুতে একটি উড়োজাহাজে চেপে উড়াল দেন তিনি। যুক্তরাজ্যের ডোভারের আকাশে থাকা অবস্থায় উড়োজাহাজ থেকে ঝাঁপ দেন। এরপর ডানার সহায়তায় উড়ে ফ্রান্সের কালিসে অবতরণ করেন। এ যাত্রায় তিনি ৩৫ কিলোমিটার উড়েছিলেন।

চাঁদের বুকে চলল যান

চাঁদের বুকে চলছে রোভার

১৯৭১ সালের ৩১ জুলাই, মহাকাশ গবেষণায় নতুন মাইলফলক যুক্ত হয়। এদিন চন্দ্রপৃষ্ঠে চার চাকার বিশেষ একটি যান বা ইলেকট্রিক রোভার চালান মার্কিন নভোচারী ডেভিড স্কট ও জেমস ইরউইন। এর আগে এই দুই নভোচারী মার্কিন গবেষণা সংস্থা নাসার অ্যাপোলো-১৫ নভোযানে চড়ে চাঁদে যান। চন্দ্রপৃষ্ঠে রোভার বা যান চালানোর ঘটনা এটা প্রথম।

সিংহাসনে বসেন আওরঙ্গজেব

সিংহাসনের উত্তরাধিকার নিয়ে দীর্ঘ লড়াইয়ের পর মোগল সম্রাট আওরঙ্গজেব ১৬৫৮ সালের এই দিনে ক্ষমতায় বসেন। দোর্দণ্ডপ্রতাপ এই সম্রাটের শাসনামলে সবচেয়ে বেশি এলাকাজুড়ে মোগল সাম্রাজ্যের বিস্তার ঘটেছিল।

পুরোনো চিড়িয়াখানা চালু

সময়টা ১৭৫২ সালের ৩১ জুলাই। রোমান সম্রাট প্রথম ফ্রাঞ্জ ভিয়েনা জু নির্মাণ করেন। অস্ট্রিয়ার বিখ্যাত সোচবার্ন প্রাসাদে চালু করা হয় একটি চিড়িয়াখানা। ১৭৭৮ সালে জনসাধারণের জন্য চিড়িয়াখানাটি উন্মুক্ত হয়।