ইতিহাসের এই দিনে: প্রতিষ্ঠা পায় জাতিসংঘ

বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। রোজকার সব ঘটনা কি আমরা মনে রাখি? তবে কিছু বিষয় স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে, কিছু ঘটনা ইতিহাসের পাতায় উঠে যায়। তেমনই কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ২৪ অক্টোবর। চলুন দেখি, বিশ্বে এদিন কী কী বড় ঘটনা ঘটেছিল। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম।

জাতিসংঘ
ছবি: এএফপি

সময়টা ১৯৪৫ সালের ২৪ অক্টোবর। সবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে। যুদ্ধের ভয়াবহ অভিজ্ঞতা পেরিয়ে এসে যুক্তরাষ্ট্রে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা পায় জাতিসংঘ। শুরুতে এর সদস্য ছিল ৫০টি দেশ। আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠা, মানবাধিকার রক্ষা, উন্নয়ন ও সমৃদ্ধির জন্য বৈশ্বিক এ সংস্থার যাত্রা শুরু হয়।

আইসল্যান্ডে নারীদের ধর্মঘট

১৯৭৫ সালের ২৪ অক্টোবর। আইসল্যান্ডের বেশির ভাগ নারীকর্মী ধর্মঘটে অংশ নেন। তাঁদের দাবি ছিল, কর্মক্ষেত্রে নারী ও পুরুষের জন্য সমান মজুরি চালু করতে হবে। নারীদের এ ধর্মঘটের কারণে দেশটির সরকার সমান মজুরি চালুর জন্য আইন করার উদ্যোগ নেয়।

ব্যারেলে ঢুকে নায়াগ্রায় ঝাঁপ

চোখজুড়ানো নায়াগ্রা ফলস
ছবি: উইকিমিডিয়া কমনস

অ্যানি এডসন টেইলরের বাড়ি যুক্তরাষ্ট্রে। পেশায় শিক্ষক। ১৯০১ সালের এদিন ছিল অ্যানির ৬৩তম জন্মদিন। নিজের জন্মদিনে একটি বড় ব্যারেলে ঢুকে পড়েন অ্যানি। এরপর ব্যারেলসহ তাঁকে নায়াগ্রা ফলসের ৫১ মিটার বা প্রায় ১৬৭ ফুট ওপর থেকে ফেলে দেওয়া হয়। নিচে পড়েও দিব্যি বেঁচে ছিলেন অ্যানি। সামান্য একটু আহত হওয়া ছাড়া আর কোনো ক্ষতি হয়নি তাঁর।

শেয়ারবাজারে ধস, মহামন্দা শুরু

১৯২৯ সালের ২৪ অক্টোবর নিউইয়র্ক স্টক একচেঞ্জে ধস নামে। এর পরিপ্রেক্ষিতে চরম মন্দাভাব দেখা দেয় যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে। বিশ্ব মন্দা শুরু হয়। ত্রিশের দশকজুড়ে ছিল মন্দার প্রভাব। ইতিহাসে এ ঘটনা মহামন্দা নামে পরিচিতি পায়।