সাইবার হামলা
সাইবার হামলা

অস্ট্রেলিয়ায় সাইবার হামলার ‘পেছনে’ রুশ নাগরিক

২০২২ সালে অস্ট্রেলিয়ায় বড় ধরনের একটি সাইবার হামলার জন্য রাশিয়ার এক নাগরিককে দায়ী করেছে ক্যানবেরা।

অস্ট্রেলিয়ার গোয়েন্দা সংস্থাগুলোর তথ্যমতে, এই রুশ নাগরিকের নাম আলেক্সান্ডার এরমাকভ।

রাশিয়ান এই হ্যাকারের বিরুদ্ধে আজ মঙ্গলবার ‘অভূতপূর্ব’ নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া সরকার।

২০২২ সালের নভেম্বরে অস্ট্রেলিয়ার অন্যতম বৃহৎ স্বাস্থ্যবিমা কোম্পানি মেডিব্যাঙ্ক বড় ধরনের সাইবার হামলার লক্ষ্যবস্তু হয়।

সাইবার হামলা চালিয়ে হ্যাকাররা অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজিসহ প্রায় ৯৭ লাখ গ্রাহকের চিকিৎসাসংক্রান্ত (মেডিকেল) তথ্যে প্রবেশ করেন। এটা ছিল অস্ট্রেলিয়ার তথ্য বেহাতের সবচেয়ে বড় ঘটনা।

অস্ট্রেলিয়ার পক্ষ থেকে গতকাল সোমবার বলা হয়, এই সাইবার হামলার জন্য রুশ নাগরিক এরমাকভ চূড়ান্তভাবে দায়ী। তিনি আগে রাশিয়াভিত্তিক কুখ্যাত রিভিল হ্যাকিং গ্রুপের সঙ্গে যুক্ত ছিলেন।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ক্লেয়ার ও’নিল সাংবাদিকদের বলেন, এই প্রথম অস্ট্রেলিয়ার কোনো সরকার এক সাইবার অপরাধীকে চিহ্নিত করেছে। তাঁর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে।

ক্লেয়ার ও’নিল আরও বলেন, এই লোকগুলো কাপুরুষ। তাঁরা ঘৃণ্য ব্যক্তি। তাঁরা প্রযুক্তির আড়ালে লুকিয়ে থাকেন।