বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। রোজকার সব ঘটনা কি আমরা মনে রাখি? তবে কিছু বিষয় স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে, কিছু ঘটনা ইতিহাসের পাতায় উঠে যায়। তেমনই কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ৭ জানুয়ারি। চলুন দেখি, বিশ্বে এদিন কী কী বড় ঘটনা ঘটেছিল। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম।
সময়টা ১৭৮৫ সালের ৭ জানুয়ারি। ফরাসি উদ্ভাবক জন পিয়েরে ব্র্যানচার্ড ও মার্কিন বিজ্ঞানী জন জেফরিস অনন্য একটি কীর্তি গড়েন। তাঁরা ইংলিশ চ্যানেলের ওপর দিয়ে উড়ে যুক্তরাজ্য থেকে ফ্রান্সে ভ্রমণ করেন। তা–ও হট এয়ার বেলুনে চেপে। বিশ্বের ইতিহাসে হট এয়ার বেলুনে এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণের ঘটনা এটাই প্রথম।
সাকিগাকা—জাপানের একটি মহাকাশযানের নাম। ১৯৮৫ সালের ৭ জানুয়ারি এটি উৎক্ষেপণ করা হয়। ভিনগ্রহের অভিযানে জাপানের প্রথম মহাকাশ যান এটি।
ইতালির পিসা শহরের আইকনিক ও ঐতিহাসিক একটি স্থাপনা হেলানো মিনার। পিসার হেলানো মিনার নামেও এটি পরিচিত। ১৯৯০ সালের ৭ জানুয়ারি স্থাপনাটি দর্শনার্থীদের জন্য বন্ধ করে দেওয়া হয়। উদ্দেশ্য ছিল জরুরি ভিত্তিতে সংস্কার করা। ৮০০ বছরের ইতিহাসে এবারই প্রথম স্থাপনাটি বন্ধ করা হয়।
ফ্লাইং ভি—ইলেকট্রিক গিটারের মডেল। নির্মাতা মার্কিন প্রতিষ্ঠান গিবসন। ১৯৫৮ সালের ৭ জানুয়ারি এই গিটারের পেটেন্ট পায় প্রতিষ্ঠানটি। ‘ভি’ আকৃতির এই গিটার পরবর্তী সময়ে তুমুল জনপ্রিয়তা পায়।