ফিরে দেখা ২০২৪

গুগলে যে ১০ শব্দ সবচেয়ে বেশি খোঁজা হয়েছে

নানা দেশে নির্বাচন, যুদ্ধ, যুদ্ধাবস্থা, প্রাকৃতিক দুর্যোগ, রেকর্ড তাপমাত্রা ও খেলাধুলার বড় বড় আয়োজন—বছরজুড়েই মানুষ এসব নিয়ে জানতে চেয়েছেন এবং বিভিন্ন শব্দ লিখে গুগল ইঞ্জিনে নানা খবরের সন্ধান করেছেন। এ বছর বিশ্বজুড়ে লোকজন গুগলে সবচেয়ে বেশি যেসব শব্দ লিখে সংবাদের খোঁজ করেছেন, তার একটি তালিকা প্রকাশ করেছে এই প্ল্যাটফর্ম।

যুক্তরাষ্ট্রে নির্বাচন

যুক্তরাষ্ট্রের নির্বাচনে ভোট দিচ্ছেন এক তরুণী
ফাইল ছবি: রয়টার্স

এ বছর সংবাদের খোঁজে গুগলে যে শব্দ সবচেয়ে বেশি লেখা হয়েছে, সেটি হলো যুক্তরাষ্ট্রে নির্বাচন (ইউএস ইলেকশন)। এ থেকেই বোঝা যায়, যুক্তরাষ্ট্রের রাজনীতি নিয়ে সারা বিশ্বের আগ্রহ কতটা বেশি। হঠাৎ করে নির্বাচনী প্রচারের মাঝপথে প্রেসিডেন্ট জো বাইডেনের নাটকীয়ভাবে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা কিংবা ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিসের উত্তপ্ত বিতর্ক। যুক্তরাষ্ট্রের এবারের প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে নানা সংবাদ জানার তুমুল আগ্রহ সারা বিশ্বে বছরজুড়েই ছিল। সবচেয়ে বেশি ছিল অক্টোবরের শেষ ও নভেম্বরের প্রথম দিকে।

মাত্রাতিরিক্ত গরম (এক্সেসিভ হিট)

দক্ষিণ এশিয়ার দেশগুলোতে এপ্রিল-মে মাসে তাপমাত্রা অনেক বেড়ে যায়

যুক্তরাষ্ট্রের নির্বাচনের পরই আছে মাত্রাতিরিক্ত গরম। বছরজুড়েই মানুষ মাত্রাতিরিক্ত গরম নিয়ে খোঁজখবর করেছেন। পৃথিবীর প্রায় সব প্রান্তেই এ বছর উচ্চ তাপমাত্রার নতুন নতুন রেকর্ড দেখা গেছে। বৈশ্বিক উষ্ণায়নের কারণে জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন স্পষ্ট। তাপমাত্রার নতুন রেকর্ড আমাদের সে কথা বারবার মনে করিয়ে দিয়েছে। বছরজুড়েই মানুষ মাত্রাতিরিক্ত গরম নিয়ে খোঁজখবর করলেও সবচেয়ে বেশি খোঁজ করেছেন এপ্রিল থেকে অক্টোবরে। সর্বোচ্চ খোঁজ চলেছে মে মাসে।

অলিম্পিক

প্যারিসে পিরামিডের আদলে স্থাপনার সামনে অলিম্পিক রিং

চলতি বছরের জুলাইয়ে ফ্রান্সের রাজধানী প্যারিসে বসেছিল খেলাধুলার সবচেয়ে বড় আসর অলিম্পিক। উদ্বোধনী অনুষ্ঠানেই একটি পারফরম্যান্স ঘিরে শুরু হয়েছিল তুমুল বিতর্ক। এরপর রেকর্ড ভাঙা, নতুন রেকর্ড গড়া, খেলোয়াড়দের বিজয়ের হাসি কিংবা পরাজয়ের কান্না—সব মিলিয়ে অনেক খবরের জন্ম দিয়েছে প্যারিস অলিম্পিক। অলিম্পিকের আসর চলাকালে অলিম্পিক নিয়ে গুগলে খোঁজখবর মানুষ বেশি করেছেন।

হারিকেন মিল্টন

ফ্লোরিডা অঙ্গরাজ্যের পশ্চিম উপকূলে আছড়ে পড়ে হারিকেন মিল্টন

এ বছরের অক্টোবরে ঘণ্টায় ১৯৫ কিলোমিটার বেগে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পশ্চিম উপকূলে আছড়ে পড়েছিল হারিকেন মিল্টন। তবে ঝড়ে যে পরিমাণ ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হয়েছিল, তার তুলনায় ক্ষতি কম হয়েছে।

টাইফুন নম্বর ১০

প্রতীকী ছবি: রয়টার্স

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এ বছরের আগস্টে আঘাত হেনেছিল টাইফুন নম্বর ১০। এর প্রভাবে বিশেষ করে জাপানে প্রচুর বৃষ্টি হয়েছিল। জাপানের কয়েকটি এলাকায় আকস্মিক বন্যাও দেখা দিয়েছিল।

রাফা

ইসরায়েলি সেনাদের ট্যাংকবহর রাফা ক্রসিংয়ে প্রবেশ করছে। ৭ মে দক্ষিণ গাজার মিসর সীমান্তের কাছে

বছরজুড়েই গাজায় ইসরায়েলের হামলা চলেছে। গাজার সর্বদক্ষিণের শহর রাফা। মে মাসের শুরুতে রাফায় স্থলাভিযান চালায় ইসরায়েল। গাজা যুদ্ধ শুরুর পর লাখ লাখ ফিলিস্তিনি প্রাণ বাঁচাতে রাফায় আশ্রয় নিয়েছিল। গাজার ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাসের বড় সমর্থক ইরান। দেশটি ইসরায়েলের সবচেয়ে বড় শত্রু।

ক্রাউডস্ট্রাইক

মাইক্রোসফটের উইন্ডোজ অপারেটিং সিস্টেমে কারিগরি ত্রুটির কারণে বিশ্বজুড়ে অনেক ফ্লাইট বাতিল করা হয়

মাইক্রোসফটের ক্লাউড প্ল্যাটফর্ম ও সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্রাউডস্ট্রাইকের সফটওয়্যারে সমস্যার কারণে গত জুলাইয়ে বিশ্বজুড়ে মাইক্রোসফটের উইন্ডোজ অপারেটিং সিস্টেমে কারিগরি ত্রুটি দেখা দিয়েছিল। এতে প্রায় ৮৫ লাখ উইন্ডোজ ডিভাইস অচল হয়ে পড়েছিল। হাজার হাজার ফ্লাইট বাতিল হয়ে গিয়েছিল। অনেক দেশে স্বাস্থ্যসেবা ব্যবস্থায় স্থবিরতা নেমে এসেছিল। এমনকি লন্ডন স্টক এক্সচেঞ্জেও এর প্রভাব পড়েছিল। ওই মাসে কোটি কোটি মানুষ গুগলে ক্রাউডস্ট্রাইক লিখে এ বিষয়ে খোঁজখবর করেছেন।

ট্রাম্পকে গুলি (ট্রাম্প শট)

পেনসিলভানিয়ার বাটলারে বাটলার ফার্ম শোতে নির্বাচনী প্রচারের সময় গুলিতে আহত হন ডোনাল্ড ট্রাম্প। সিক্রেট সার্ভিসের সদস্যরা নিয়ে যাওয়ার সময় ট্রাম্পকে এভাবেই দেখা যায়। ১৩ জুলাই

এ বছরের জুলাইয়ে একটি নির্বাচনী সমাবেশ চলাকালে মঞ্চে বক্তব্য দেওয়ার সময় গুলিবিদ্ধ হন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প গুলিবিদ্ধ হওয়ার পর তাঁর অবস্থা জানতে এবং এ–সংক্রান্ত খবরের সন্ধানে বিশ্বজুড়ে মানুষ গুগলে ট্রাম্প শট লিখে সংবাদের খোঁজ করেছেন।

মেনেন্দেজ ভাইয়েরা (মেনেন্দেজ ব্রাদার্স)

এরিক (বাঁয়ে) ও লায়েল মেনেন্দেজ। ১৯৯৬ সালের মার্চে মা–বাবাকে হত্যার অভিযোগে আদালত তাঁদের দোষী সাব্যস্ত করেন

ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে সেপ্টেম্বরে মুক্তি পায় ৯ পর্বের ধারাবাহিক ‘মনস্টারস: দ্য লায়েল অ্যান্ড এরিক মেনেন্দেজ স্টোরি’। যুক্তরাষ্ট্রে ঘটা একটি সত্য ঘটনা অবলম্বনে ধারাবাহিকটি নির্মাণ করা হয়। ১৯৮৯ সালের আগস্টে লায়েল ও এরিকের মা–বাবার গুলিবিদ্ধ মৃতদেহ বাড়ি থেকে উদ্ধার হয়। মা–বাবাকে হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত দুই ভাই ৩০ বছরের বেশি সময় ধরে কারাগারে রয়েছেন। সম্প্রতি তাঁদের মুক্তি দেওয়ার দাবি উঠেছে, যা নিয়ে আদালতে শুনানি চলছে।

মাঙ্কিপক্স

মাঙ্কিপক্স সংক্রমণের সঙ্গে সরাসরি দৈহিক সংস্পর্শের সম্পর্ক রয়েছে

আফ্রিকার বিভিন্ন অংশে ছড়িয়ে পড়া এমপক্স বা মাঙ্কিপক্সের সংক্রমণ নিয়ে উদ্বেগ জানিয়ে এ বছরের আগস্টে বিশ্বজুড়ে জনস্বাস্থ্যের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এ রোগ বেশ সংক্রামক। ডব্লিউএইচও জরুরি অবস্থা ঘোষণার পর এ বিষয়ে জানতে গুগলে খোঁজখবর অনেক বেড়ে গিয়েছিল।