ইতিহাসের এই দিনে

মহাকাশে প্রথম নারী নভোচারী

বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। তবে কিছু বিষয় দাগ কাটে মানুষের মনে, স্থায়ীভাবে ঠাঁই পায় ইতিহাসে। তেমন কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ১৬ জুন। ফিরে দেখা যাক, উল্লেখযোগ্য কী ঘটেছিল এই দিনে। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম।

ভ্যালেন্তিনা তেরেসকোভা। বিশ্বের প্রথম নারী নভোচারী। ১৯৬৩ সালে তিনি মহাকাশে গিয়ে প্রায় তিন দিন অবস্থান করেন
ছবি: এএফপি

ভ্যালেন্তিনা তেরেসকোভা ইতিহাস সৃষ্টিকারী এক রুশ নারী। ১৯৬৩ সালের এ দিনে তিনি প্রথমবারের মতো মহাকাশে ভ্রমণ করেন। ভস্তোক-৬ মহাকাশ যানে চেপে তিনি পৃথিবীর কক্ষপথে গিয়েছিলেন। প্রায় তিন দিন মহাকাশে অবস্থান করেছিলেন তিনি। এরপর নিরাপদে পৃথিবীর বুকে ফিরে আসেন এই রুশ নভোচারী।

ফাইনাল ম্যাচে পৌনে ২ লাখ দর্শক

১৯৫০ সালের বিশ্বকাপ ফুটবলের ফাইনালে মুখোমুখি হয় ব্রাজিল ও উরুগুয়ে

সময়টা ১৯৫০ সালের ১৬ জুন। ব্রাজিলের রিও ডি জেনিরো শহরের ঐতিহাসিক মারাকান স্টেডিয়ামে বসেছে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ। স্বাগতিক ব্রাজিলের মুখোমুখি তখনকার আরেক ফুটবল পরাশক্তি উরুগুয়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে পর পর দুটি বিশ্বকাপ আয়োজন বাতিল হয়েছিল। এরপর পঞ্চাশের বিশ্বকাপ বসেছে ব্রাজিলের মতো ফুটবল উন্মাদনার একটি দেশে। তা–ও আবার স্বাগতিক ব্রাজিল ফাইনালে উঠেছে। সব মিলিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে বিশ্বকাপ নিয়ে তুমুল উন্মাদনা দেখা দেয়। এর ফলে ফাইনাল ম্যাচ দেখতে মারাকানা স্টেডিয়ামে হাজির হন ১ লাখ ৭৩ হাজার ৮৫০ দর্শক। দর্শক সমাগমের বিবেচনায় ইতিহাসের অন্যতম বড় ফুটবল ম্যাচ এটি। এই ম্যাচে ২-১ গোলে ব্রাজিলকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জিতে নেয় উরুগুয়ে।

আইবিএমের যাত্রা শুরু

আধুনিক প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম আইবিএম। বর্তমানে ১৭০টি দেশে আইবিএমের কার্যক্রম পরিচালিত হচ্ছে। ১৯১১ সালের ১৬ জুন প্রযুক্তি জায়ান্ট আইবিএমের যাত্রা শুরু হয়। যদিও শুরুতে এই প্রতিষ্ঠানের নাম ছিল কম্পিউটিং-ট্যাবুলেটিং-রেকর্ডিং কোম্পানি। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের এডিকটে এর যাত্রা শুরু হয়।

চালু হয় সাংহাই ডিজনিল্যান্ড

সাংহাই ডিজনিল্যান্ডের সামনে সেলফি তুলছেন কয়েকজন দর্শনার্থী

বিশ্বের জনপ্রিয় বিনোদনকেন্দ্রের একটি ডিজনিল্যান্ড। দেশে দেশে বড় শহরে পর্যটক আকর্ষণের অন্যতম জায়গা ডিজনিল্যান্ড। ২০১৬ সালের এ দিনে চীনের সাংহাইয়ে ডিজনিল্যান্ড চালু হয়। চালুর প্রথম ছয় মাসে ৫০ লাখের বেশি দর্শনার্থী এই বিনোদনকেন্দ্রে ঘুরতে যান।