ইতিহাসের এই দিনে: চালু হয় সবচেয়ে বড় ‘সাগরসেতু’

বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। রোজকার সব ঘটনা কি আমরা মনে রাখি? তবে কিছু বিষয় স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে, কিছু ঘটনা ইতিহাসের পাতায় উঠে যায়। তেমনই কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ২২ অক্টোবর। চলুন দেখি, বিশ্বে এদিন কী কী বড় ঘটনা ঘটেছিল। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম

হংকং-ঝুহাই-ম্যাকাও সেতু

চীনের মূল ভূখণ্ডের সঙ্গে হংকংকে যুক্ত করতে সাগরের ওপর বানানো হয়েছে ৫৫ কিলোমিটার বা প্রায় ৩৪ মাইল দীর্ঘ একটি সেতু। হংকং-ঝুহাই-ম্যাকাও সেতু নামে পরিচিত বিস্ময়কর এই স্থাপনা। ৯ বছরের নির্মাণকাজ শেষে ২০১৮ সালের ২৩ অক্টোবর যান চলাচলের জন্য খুলে দেওয়া সেতুটি। উদ্বোধন করেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। সাগরের ওপর নির্মাণ করা বিশ্বের সবচেয়ে বড় সেতু এটি।

সাগরে ভয়ংকর যুদ্ধ

১৯৪৪ সালের ২৩ অক্টোবর। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে। ফিলিপাইনের লেইতি উপকূলে জাপানি নৌবাহিনীর মুখোমুখি হয় মিত্রবাহিনী। বেঁধে যায় তুমুল যুদ্ধ, তবে এটির স্থায়িত্ব ছিল মাত্র চার দিন। পরাজয় মেনে নিতে বাধ্য হয় জাপান। প্রশান্ত মহাসাগরে নিয়ন্ত্রণ পায় মিত্রবাহিনী।

পেলের জন্মদিন

ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলে

ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলে। বিশ্ব ফুটবলের সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড়দের একজন তিনি। তাঁর পুরো নাম এডসন আরান্তেস দো নাসিমেন্তো। তবে পেলে হিসেবেই পরিচিত তিনি। ফুটবলপ্রেমীরা তাঁকে ‘কালো মানিক’ নামেও চেনেন। আজ তাঁর জন্মদিন। ১৯৪০ সালের এ দিনে ব্রাজিলে পেলের জন্ম। গত বছরের ডিসেম্বরে মারা যান ফুটবলের এ জাদুকর।

প্যারিস শান্তিচুক্তি সই

১৯৯১ সালের ২৩ অক্টোবর ফ্রান্সের রাজধানী প্যারিসে একটি শান্তিচুক্তি সই হয়। এই চুক্তির মধ্য দিয়ে প্রায় এক দশক ধরে চলা কম্বোডিয়া ও ভিয়েতনামের মধ্যকার যুদ্ধের সমাপ্তি ঘটে।