অক্টোপাস পলের কীর্তি

বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। তবে কিছু বিষয় দাগ কাটে মানুষের মনে, স্থায়ীভাবে ঠাঁই পায় ইতিহাসে। তেমন কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ১৩ জুন। ফিরে দেখা যাক, উল্লেখযোগ্য কী ঘটেছিল এই দিনে। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম।

২০১০ সালে ফুটবল বিশ্বকাপে ভবিষ্যদ্বাণী করে নজর কেড়েছিল অক্টোপাস পল

ফুটবল বিশ্বকাপ ২০১০। এই বিশ্বকাপের সময় ভবিষ্যদ্বাণী করে সারা বিশ্বের নজর কেড়েছিল ‘পল’ নামের এক অক্টোপাস। জার্মানির এই অক্টোপাস খেলা শুরুর আগে বিজয়ী হিসেবে যে দলের কথা বলেছে, কাকতালীয়ভাবে সে দলই ম্যাচ জিতেছে। ওই বিশ্বকাপে জার্মানির প্রথম ম্যাচে জার্মানির জাতীয় পতাকা নির্বাচন করে পল। সেই ম্যাচে জিতে যায় জার্মান দল। এমনকি ওই বিশ্বকাপে জার্মানির সাতটি ম্যাচের আগে পলের করা অনুমান পরে সঠিক হয়। ফাইনাল ম্যাচের আগে পলের অনুমান ছিল, নেদারল্যান্ডসকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ জিতবে স্পেন। ম্যাচের ফলাফলে তা–ই হয়েছে।

২০১০ সালের অক্টোবরে পলের মৃত্যু হয়।

দুই কোরিয়ার শীর্ষ নেতাদের বৈঠক

দশকের পর দশক ধরে উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার বিরোধ চলছে। বিভিন্ন সময় উদ্যোগ নেওয়া হলেও এই দুই দেশের উত্তেজনা কমেনি। বরং বিভিন্ন সময় তা যুদ্ধাভাবে রূপ নিয়েছে। উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে শান্তি স্থাপনের লক্ষ্য নিয়ে ২০০০ সালের এই দিনে ঐতিহাসিক বৈঠকে বসেন দেশ দুটির শীর্ষ নেতারা। এদিন উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং সফরে যান দক্ষিণ কোরিয়ার তখনকার প্রেসিডেন্ট কিম দায়ে–জং। বৈঠক করেন উত্তর কোরিয়ার তখনকার নেতা কিম জং–ইলের সঙ্গে। কোরিয়া যুদ্ধের পর এটাই দুই দেশের সর্বোচ্চ পর্যায়ের প্রথম বৈঠক ছিল।

পিয়ংইয়ংয়ে বৈঠকে বসেন দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট কিম দায়ে-জং (বাঁয়ে) ও উত্তর কোরিয়ার সাবেক নেতা কিম জং-ইল

নেপচুনের কক্ষপথে সফল অভিযান

মার্কিন মহাকাশ সংস্থা নাসা ১৯৮৩ সালের এই দিনে দারুণ একটি সফলতা অর্জন করে। মহাকাশ সংস্থাটির পাঠানো যান পাইওনিয়ার–১০ দূরবর্তী গ্রহ নেপচুনের কক্ষপথে পৌঁছে। মানুষের তৈরি প্রথম কোনো বস্তু হিসেবে এই নেপচুনের কক্ষপথে যায় এটি।

লন্ডনে বোমা হামলা

সময়টা ১৯৪৪ সালের ১৩ জুন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে। ভয়াবহ যুদ্ধের আগুনে জ্বলছে ইউরোপের বিভিন্ন শহর–বন্দর। ঝরছে প্রাণ। এদিন নাৎসি বাহিনী যুক্তরাজ্যের লন্ডনে ১১টি দূরপাল্লার ভি–১ বোমা নিক্ষেপ করে। এসব বোমা ‘ডুডলবাগস’ নামে পরিচিত ছিল। এর মধ্যে চারটি বোমা লন্ডনের বিভিন্ন অবকাঠামোয় আঘাত করে।

সূর্যেরও ‘দাগ’ আছে

এই সূর্যের পৃষ্ঠে কালো দাগ বা ডার্ক স্পট রয়েছে; যা সান স্পটস নামেও পরিচিত। তবে এসব সাময়িক। সূর্যের এই স্পট নিয়ে জার্মান জ্যোর্তির্বিদ জোহানেস ফ্যাব্রিসিয়াস ১৬১১ সালের ১৩ জুন প্রথমবারের মতো লিখেছিলেন।