ভিঞ্চির মোনালিসা গান গাইছে

এআইয়ের সহায়তায় গান গাইছে মোনালিসা
ছবি: এক্স থেকে

ইতালির বিখ্যাত চিত্রশিল্পী লিওনার্দো দা ভিঞ্চির আঁকা মোনালিসাকে চেনে না, এমন মানুষ বোধ হয় খুব কমই আছে। এই ছবির মানুষটির হাসি নিয়ে কতশত গবেষণা হয়েছে। এখন সেই মোনালিসা ঠোঁট, চোখ, মুখ নাড়িয়ে র‍্যাপ গান গাইছে। অভিনয়শিল্পী অ্যান হ্যাথাওয়ে নিজেই এই গান লিখেছেন ও গেয়েছেন।

এই গান গাওয়া সম্ভব হয়েছে মাইক্রোসফটের নতুন কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অ্যাপ ভিএএসএ–১–এর কল্যাণে। প্রযুক্তিটি স্থিরচিত্র ও অডিও ক্লিপ ব্যবহার করে ভার্চ্যুয়াল চরিত্রকে দিয়ে কথা বলাতে ও প্রাণবন্ত করে তুলতে পারে। এআইয়ের সাহায্যে কার্টুনের চরিত্র, ছবি ও আঁকা ছবিগুলো পর্দায় এমনভাবে হাজির করতে পারে যে মনে হবে বাস্তবেই তারা গান গাইছে, কথা বলছে। মাইক্রোসফট এখনো এই প্রযুক্তি নিয়ে গবেষণা করছে। এর অংশ হিসেবে এটি ১৬ এপ্রিল প্রকাশিত হয়।

ভিডিওটি দ্রুতই অনলাইনে বেশ সাড়া ফেলে দিয়েছে। মোনালিসা গাইছে, এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ১৮ এপ্রিল পোস্ট করা হয়। এরই মধ্যে এটি ৭০ লাখ মানুষ দেখেছেন। অনেকে মজার মজার মন্তব্য করেছেন। একজন লিখেছেন, মোনালিসার ভিডিও দেখে তঁারা হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খেয়েছেন।

কেউ কেউ আবার এই ভিডিও দেখে উদ্বেগও প্রকাশ করেছেন। একজন লিখেছেন, এটি অদ্ভুত, ভয়ংকর। আরেকজন সমালোচনা করে লিখেছেন, ‘এটির দরকার কী। আমরা কি ভালো কিছু চিন্তা করতে পারি না?’

মাইক্রোসফটের গবেষকেরা নতুন এই প্রযুক্তির ঝুঁকিগুলো চিহ্নিত করে বলেন, এই প্রযুক্তির অনলাইন ডেমো প্রকাশের কোনো পরিকল্পনা তাঁদের নেই, ‘যতক্ষণ না আমরা এই প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহার ও আইন মেনে ব্যবহারের বিষয়ে নিশ্চিত হতে পারছি, ততক্ষণ এটি বাজারে ছাড়া হবে না।’

মাইক্রোসফটের গবেষকেরা লিখেছেন, এর উদ্দেশ্য এমন কিছু তৈরি করা নয়, যার মাধ্যমে বিভ্রান্তি বা প্রতারণা হতে পারে। তাঁরা বলেন, ‘যখন সম্ভাব্য অপব্যবহার নিয়ে কথা বলা হয়, তখন প্রযুক্তিটির যে যথেষ্ট ইতিবাচক সম্ভাবনাও রয়েছে, সেগুলোকে স্বীকার করতে হবে। মানুষের কল্যাণের লক্ষ্যেই এআইয়ের উন্নয়নে আমরা নিবেদিত।’