পাকিস্তানের সাধারণ নির্বাচন দেখতে ১০০ জনের বেশি বিদেশি পর্যবেক্ষক দেশটিতে অবস্থান করছেন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সিকান্দার সুলতান রাজা গতকাল সোমবার এ কথা জানিয়েছেন।
নির্বাচন কমিশনের একটি বিবৃতিতে বলা হয়েছে, বিদেশি নির্বাচন পর্যবেক্ষকদের জন্য ‘উন্মুক্ত দরজানীতি’ গ্রহণ করেছে নির্বাচন কমিশন। সিইসি সিকান্দার সুলতান রাজা কমনওয়েলথের একটি পর্যবেক্ষক দলকে বিষয়টি ব্যাখ্যা করেছেন।
৮ ফেব্রুয়ারি জাতীয় পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।