কিছু লোক সেনাপ্রধানকে বিভ্রান্ত করছে: ইমরান খান

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দলের প্রধান ইমরান খান
ছবি: এএফপি

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খান বলেছেন, কিছু লোক তাঁর ব্যাপারে সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরকে বিভ্রান্ত করছে। তিনি ইতিমধ্যে সেনাপ্রধানকে বার্তা পাঠিয়েছেন।

গত শুক্রবার ইসলামাবাদ হাইকোর্ট চৌহদ্দিতে বিদেশি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, তিনি কখনোই আসিম মুনিরের বিরুদ্ধে নেতিবাচক বক্তব্য দেননি। পিটিআই ক্ষমতায় এলে তিনি সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবেন।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভির সঙ্গে ইমরান খানের বৈঠক হয়। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইমরান খান বলেন, প্রেসিডেন্ট আলভি ‘কারও বার্তা’ নিয়ে বৈঠকে আসেননি। বৈঠকে কোনো সমঝোতাও হয়নি।

সহিংস বিক্ষোভ প্রসঙ্গে পিটিআইয়ের প্রধান বলেন, নেতার তত্ত্বাবধান ছাড়াই জনতা যখন রাজপথে নেমে আসে, তখন তা ‘নিয়ন্ত্রণের বাইরে’ চলে যায়।

জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, ইমরান খানকে ৯ মে ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার করা হয়। দেশটির জাতীয় জবাবদিহি ব্যুরো (এনএবি) আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় আধা সামরিক বাহিনী রেঞ্জার্সের সহায়তায় তাঁকে গ্রেপ্তার করে।

প্রতিবেদনে আরও বলা হয়, ইমরান খানকে গ্রেপ্তারের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করে তাঁর দল পিটিআই। এ আবেদনের পরিপ্রেক্ষিতে ১১ মে পাকিস্তানের সুপ্রিম কোর্টে শুনানি হয়। আল-কাদির ট্রাস্ট মামলায় ইমরান খানের গ্রেপ্তার ‘বেআইনি’ ঘোষণা করেন দেশটির সর্বোচ্চ আদালত। পরদিন শুক্রবার আল-কাদির ট্রাস্ট মামলায় ইসলামাবাদ হাইকোর্ট ইমরান খানকে দুই সপ্তাহের জামিন দেন। পাশাপাশি সোমবার পর্যন্ত তাঁকে কোনো মামলায় গ্রেপ্তার না করতে নির্দেশ দিয়েছেন আদালত।