পাকিস্তানে একটি কেন্দ্রে ভোট গণনা চলছে
পাকিস্তানে একটি কেন্দ্রে ভোট গণনা চলছে

৪৩ ঘণ্টা পরও পাকিস্তানে ১৪ আসনে ফল ঘোষণা বাকি

পাকিস্তানে সাধারণ পরিষদের নির্বাচনে ভোট গ্রহণ শেষ হওয়ার ৪৩ ঘণ্টা পেরিয়ে গেছে। কিন্তু এখনো পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ করা হয়নি। বাকি রয়েছে আরও ১৪টি আসনের ফলাফল ঘোষণা।

গত বৃহস্পতিবার পাকিস্তানে সাধারণ পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় শেষ হয় ভোট গ্রহণ। এরও প্রায় ১২ ঘণ্টা পর গতকাল শুক্রবার ভোর থেকে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা শুরু করে পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি)।

আজ শনিবার বেলা একটা পর্যন্ত ঘোষিত ফলাফলে দেখা যাচ্ছে, সবচেয়ে বেশি আসনে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। তাঁদের প্রায় সবাই পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমানে কারাগারে থাকা ইমরান খানের দল পাকিস্তান তেহরিক–ই–ইনসাফের (পিটিআই) সমর্থন নিয়ে নির্বাচনে লড়েছেন।

ঘোষিত ফলাফলে দেখা গেছে, হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে ইমরানের পিটিআই এবং আরেক সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পাকিস্তান মুসলিম লীগ–নওয়াজের (পিএমএল-এন) মধ্যে। যদিও পিটিআই ও পিএমএল-এন—দুই দলই নিজেদের বিজয়ী দাবি করেছে।

পাকিস্তানের জাতীয় পরিষদে ২৬৬টি আসনে সরাসরি ভোট হয়। নির্বাচনের আগে দুর্বৃত্তের গুলিতে একজন প্রার্থী নিহত হওয়ায় একটি আসনে ভোট স্থগিত করা হয়েছিল আগেই। ফলে ভোট হয়েছে ২৬৫টি আসনে। এককভাবে সরকার গঠন করতে কোনো দলকে ১৩৪টি আসনে জিততে হবে।

ইসিপির ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, আজ বেলা একটা পর্যন্ত ২৫১টি আসনের মধ্যে সবচেয়ে বেশি ৯৯টি আসনে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। এরপর পিএমএল-এন ৭১টি, পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ৫৪টি ও এমকিউএম ১৭টি আসনে জয়ী হয়েছে। অন্যান্য দল পেয়েছে ১০টি আসন।

এই পরিস্থিতিতে পাকিস্তানের সংবাদমাধ্যমে খবর বেরিয়েছে, জোট সরকার গড়ার জন্য ঐক্যমতে পৌঁছেছে নওয়াজের পিএমএল–এন ও বিলাওয়াল ভুট্টো জারদারির পিপিপি।