সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের (এসআইসি) চেয়ারম্যান সাহেবজাদা হামিদ রাজা
সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের (এসআইসি) চেয়ারম্যান সাহেবজাদা হামিদ রাজা

পিটিআইয়ের স্বতন্ত্রদের যোগদান

পাঞ্জাবে সংরক্ষিত আসন বেহাত হতে পারে সুন্নি ইত্তেহাদের

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের অধিবেশন আহ্বান করা হতে পারে কয়েক দিনের মধ্যে। তবে এই প্রদেশে নারী ও সংখ্যালঘুদের জন্য সংরক্ষিত আসন হয়তো পাবে না সুন্নি ইত্তেহাদ কাউন্সিল (এসআইসি)। ইমরান খানের দল পিটিআই-সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা তাঁদের ভাগের সংরক্ষিত আসন পেতে এই দলের যোগ দিয়েছেন।

পাঞ্জাব প্রাদেশিক পরিষদের বিদায়ী স্পিকার সিবতাইন খান অবশ্য এসআইসিকে সংরক্ষিত আসন না দিয়ে প্রাদেশিক পরিষদের অধিবেশন আহ্বান করার ব্যাপারে সরকারকে সতর্ক করে দিয়েছেন।

ঘটনাটি সম্পর্কে জানেন, এমন একজন সরকারি কর্মকর্তা গতকাল মঙ্গলবার ডনকে বলেছেন, ‘পাকিস্তান নির্বাচন কমিশন (ইসিপি) বুধবার (আজ) পাঞ্জাব প্রাদেশিক পরিষদের সংরক্ষিত আসন বরাদ্দ করে প্রজ্ঞাপন দিতে পারে।’

সরকারি ওই সূত্র আরও বলেন, আইনি বিষয় নিয়ে প্রশ্ন ওঠায় এসআইসি তাদের ভাগের সংরক্ষিত আসন না পাওয়ার সম্ভাবনাই বেশি। এর কারণ হিসেবে দলটির প্রধানের নিজের দলের টিকিটে নির্বাচনে অংশ না নেওয়ার বিষয়টির কথা উল্লেখ করেন তিনি। এ ছাড়া আরও একটি বিষয় হলো প্রার্থীদের তালিকা দাখিল করার যে সময়সীমা, তা ইতিমধ্যে পার হয়ে গেছে।  

ওই সূত্র আরও জানায়, পিএমএলএন-এর সংসদীয় দল আজ বৈঠকে বসবে এবং আগামীকাল বৃহস্পতিবার পাঞ্জাব প্রাদেশিক পরিষদের অধিবেশন আহ্বান করা হতে পারে। সূত্রের দেওয়া তথ্য অনুযায়ী, সংরক্ষিত আসন পাওয়ার পর পাঞ্জাব প্রাদেশিক পরিষদে পিএমএল-এনের মোট আসনসংখ্যা ২০০ ছাড়িয়ে যাবে।

বেসরকারি ফলাফল অনুযায়ী, ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে পাঞ্জাব প্রদেশে সবচেয়ে বেশি ১৩৭ আসন পেয়েছে পিএমএল-এন। এ ছাড়া স্বতন্ত্র হিসেবে জয়ী ১৯ জন পিএমএল-এনে যোগ দেওয়ায় তাদের আসনসংখ্যা বেড়ে হয়েছে ১৫৬। পাঞ্জাব প্রাদেশিক পরিষদে মোট আসন ২৯৭টি। সরকার গঠন করতে হলে ১৪৯ আসন প্রয়োজন।