আসিফা ভুট্টো-জারদারি
আসিফা ভুট্টো-জারদারি

বোন আসিফাকে আসন ছাড়তে পারেন বিলাওয়াল

সংসদীয় রাজনীতিতে আসিফা ভুট্টো-জারদারিকে প্রার্থী করা হবে কি না, তা নিয়ে চিন্তাভাবনা চলছে পাকিস্তান পিপলস পার্টিতে (পিপিপি)। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো ও সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির মেয়ে আসিফা। তিনি বর্তমানে পিপিপির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টোর বোন। আজ রোববার একাধিক সূত্রের বরাতে পাকিস্তানের দ্য নিউজ এ তথ্য জানিয়েছে।

৮ ফেব্রুয়ারির পাকিস্তানের জাতীয় নির্বাচনে পিপিপি ৫৪ আসন পেয়েছে। দলটি বর্তমানে ‘কিংস পার্টি’ বা সরকার গঠনের জন্য গুরুত্বপূর্ণ দল হিসেবে কাজ করছে। সরকার গঠনের জন্য পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের সঙ্গে জোট গড়েছে পিপিপি।

জিও নিউজ জানিয়েছে, এবারের নির্বাচনে আসিফা পিপিপির প্রচারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি দলটির বিভিন্ন সমাবেশে ভাইয়ের সমর্থনে নেতৃত্বও দিয়েছেন।

জনসভায় আসিফা ভুট্টো-জারদারি
ছবি: ইনস্টাগ্রাম থেকে

সূত্র বলছে, আগামী সপ্তাহে বিলাওয়াল ও তাঁর বাবা আসিফ আলী জারদারি আসিফা কোন আসন থেকে উপনির্বাচন করবেন, সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন। বিলাওয়াল তাঁর জেতা কোনো একটি আসন আসিফাকে ছেড়ে দেবেন। বিলাওয়াল লারকানা আসনটি রেখে দিতে পারেন। ছেড়ে দিতে পারেন শাহদাদকোটের আসনটি।

জাতীয় নির্বাচনের আগেই পিপিপির সমর্থকেরা ধারণা করেছিলেন যে আসিফা তাঁর ভাইয়ের ছেড়ে দেওয়া আসনে উপনির্বাচনে অংশ নিতে পারেন। শাহদাদকোটের যে আসনে তিনি নির্বাচনে অংশ নেবেন, সেটি আগে তাঁর মা বেনজির ভুট্টোর আসন ছিল।

এ ছাড়া আলোচনায় রয়েছে যে আসিফা নবাবশাহ থেকে উপনির্বাচনে তাঁর বাবা আসিফ আলী জারদারির ছেড়ে দেওয়া আসন থেকেও প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। পিএমএল-এনের সঙ্গে সরকার গঠন করলে আসিফ আলি জারদারি প্রেসিডেন্ট হবেন বলে দুই দলের মধ্যে চুক্তি হয়েছে। তখন তিনি নবাবশাহ আসনটি আসিফাকে ছেড়ে দিতে পারেন।

ভাইয়ের সমর্থনে নির্বাচনী প্রচারে আসিফা ভুট্টো–জারদারি

পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ দল থেকে পাঞ্জাবে প্রথম নারী মুখ্যমন্ত্রী হিসেবে মরিময় নওয়াজকে মনোনয়ন দেওয়ার পর পিপিপি থেকে আসিফা রাজনীতিতে আসবেন এমন প্রত্যাশা ছিল। আসিফা রাজনীতির ময়দানে কত দূর যাবেন, তা এখন দেখার বিষয়। তবে পার্লামেন্টে আসিফা যুক্ত হলে পিপিপি ও বিলাওয়ালের জন্য রাজনীতিতে বড় ধরনের উৎসাহ হবে বলে ধারণা করা হচ্ছে।