পাকিস্তানের বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছে, ১ নভেম্বর
পাকিস্তানের বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছে, ১ নভেম্বর

পাকিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে শিশুসহ নিহত ৭

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের মাস্তুং এলাকায় বিস্ফোরণে ৫ শিশুসহ ৭ জন নিহত হয়েছে। আজ শুক্রবার সকালে এ বিস্ফোরণ হয়। বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বাগতি এ ঘটনায় নিন্দা জানিয়েছেন।

কালাত জেলা প্রশাসক নাইম বাজাই বলেছেন, এই বিস্ফোরণে নিহত ব্যক্তিদের মধ্যে এক পুলিশ সদস্যও আছেন। এ ছাড়া আরও ১৭ জন আহত হয়েছে।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডনকে দেওয়া সাক্ষাৎকারে বাজাই বলেন, ‘এ পর্যন্ত পাঁচ স্কুল শিক্ষার্থীসহ সাতজন নিহত হয়েছে এবং ১৭ জন আহত হয়েছে।’

মাস্তুং সিভিল হাসপাতালের কাছে সকাল ৮টা ৩৫ মিনিটের দিকে এই বিস্ফোরণ হয়। গুগল ম্যাপ অনুযায়ী, হাসপাতাল থেকে এক মিনিটের হাঁটা পথের দূরত্বে মেয়েদের একটি স্কুল আছে।

কালাতের জেলা প্রশাসক নাইম বাজাই বলেন, ‘পুলিশের একটি টহল গাড়ির কাছে মোটরসাইকেলে যুক্ত থাকা একটি আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) বিস্ফোরণ করা হয়েছে ধারণা করা হচ্ছে।’

পাকিস্তানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম পিটিভি নিউজের প্রতিবেদনে বলা হয়, ‘মেয়েদের একটি হাইস্কুলে বোমা বিস্ফোরণের ঘটনায় প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ নিন্দা জানিয়েছেন।’

নাইম বাজাই বলেন, উপকমিশনার এবং সহকারী কমিশনার হাসপাতালগুলোর পরিস্থিতির ওপর নজর রাখছেন। এ ধরনের ঘটনা যেন আর না ঘটে তা নিশ্চিত করতে পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে বলেও উল্লেখ করেন তিনি।

এর আগে মাস্তুং এলাকার পুলিশের কর্মকর্তা মিয়াঁদাদ উমরানি ডনকে বলেন, আহত ব্যক্তিদের মধ্যে চারজন পুলিশ সদস্য আছেন। তিনি আরও বলেন, বিস্ফোরণে নিহত শিশুদের বয়স ৫ থেকে ১০ বছরের মধ্যে। বিস্ফোরণে পুলিশের একটি গাড়ি এবং কয়েকটি অটোরিকশা ক্ষতিগ্রস্ত হয়েছেও বলেও উল্লেখ করেন তিনি।