সন্ত্রাস দমন আইনে করা মামলায় গ্রেপ্তার এড়াতে ইসলামাবাদ হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছেন পাকিস্তান তেহরিক–ই–ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তাঁকে গ্রেপ্তার করা হতে পারে, এমন খবরে রাজপথে নেমে এসেছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা-কর্মীরা। খবর জিও নিউজের।
অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং ইসলামাবাদ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হুমকি দেওয়ার অভিযোগে গতকাল রোববার রাতে মামলাটি করা হয়।
ম্যাজিস্ট্রেট আলি জাভেদের অভিযোগের ভিত্তিতে রাজধানীর মারাগালা থানা–পুলিশ মামলাটি দায়ের করে। আগের দিন শনিবার এক সমাবেশে পিটিআই চেয়ারম্যান এই হুমকি দিয়েছিলেন বলে এতে অভিযোগ করা হয়।
সাবেক এই প্রধানমন্ত্রীর পক্ষে আজ সোমবার পিটিআইয়ের আইনজীবী ফয়সাল চৌধুরী ও বাবর আওয়ান হাইকোর্টে জামিনের আবেদন করেন। আবেদনে বলা হয়, যখনই তলব করা হবে, আদালতে হাজির হতে প্রস্তুত আছেন ইমরান খান।
মামলা দায়েরর পর ইমরান খানকে গ্রেপ্তারে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের দপ্তরের লিখিত অনুমোদন চেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দ্য নিউজের বরাত দিয়ে জিও নিউজ এ কথা জানিয়েছে।
সূত্রের বরাত দিয়ে দ্য নিউজ বলছে, পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোটের শরিকদের সবার মতামতের ভিত্তিতে ইমরান খানকে গ্রেপ্তার করা হবে।
অবশ্য ইমরানকে গ্রেপ্তারের বিরোধিতা করেছেন জোটের শরিক পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা ও সাবেক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। তাঁর মতে, এতে ক্ষমতাসীন জোট রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। ইমরান খানকে গ্রেপ্তারের বিষয়ে ক্ষমতাসীন জোটের আরেক শরিক পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্টের (পিডিএম) সভাপতি মাওলানা ফজলুর রহমানও স্পষ্ট করে কিছু বলেননি।
পিটিআই চেয়ারম্যানকে গ্রেপ্তারে আদেশ জারি করা হয়েছে বলে টুইট করেছেন পিটিআই নেতা মুরাদ সাঈদ। তবে ইমরান কোথায় আছেন সেটি স্পষ্ট করেননি তিনি।
একাধিক সূত্রের বরাত দিয়ে জিও নিউজ আরও জানিয়েছে, গ্রেপ্তার এড়াতে ইসলামাবাদের বানিগালা বাসভবন ছেড়েছেন সাবেক প্রধানমন্ত্রী। তিনি লাহোর কিংবা খাইবার পাখতুনখাওয়া যেতে পারেন বলে খবর বেরিয়েছে। তবে পিটিআই নেতা ফয়সাল ভাওদা বলেন, ইমরান খান এখনো বানিগালা বাসভবনেই অবস্থান করছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ইমরান খানকে গ্রেপ্তারে পরোয়ানা জারির খবর ছড়িয়ে পড়লে রোববার রাত থেকে রাজপথে নেমে আসেন পিটিআইয়ের নেতা-কর্মীরা। দেশের বিভিন্ন শহরে বিক্ষোভ করেছেন তাঁরা। আজও তাঁদের বিক্ষোভ অব্যাহত রয়েছে।
ইমরান খানের গ্রেপ্তার ঠেকাতে তাঁর বানিগালা বাসভাবনের সামনে সোমবার সকালে অবস্থান কর্মসূচি শুরু করেন হাজারো নেতাকর্মী। সেখানে পিটিআই নেতাদের মধ্যে আছেন ফাওয়াদ চৌধুরী, হাম্মাদ আজহার, আসাদ উমর, মুরাদ সাঈদ, ওমর আইয়ুব পারভেজ খাট্টাক প্রমুখ।