পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গত রোববার দেশটির সাবেক সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়ার প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। ইমরান বলেছেন, বাজওয়া তাঁর পিঠে ছুরি চালিয়েছেন। তাঁর রেখে যাওয়া চক্র এখনো সক্রিয়। ইমরান খান অভিযোগ তোলেন, তাঁর রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ক্ষমতায় আসার ক্ষেত্রে বাধা বাজওয়ার রেখে যাওয়া সেই চক্র।
সাংবাদিকদের সামনে নিজের অভিযোগ তুলে ধরে পিটিআই চেয়ারম্যান বলেন, পিঠে ছুরি মারলেও তিনি এখন বাজওয়ার প্রতি সমবেদনা জানাচ্ছেন। তিনি বলেন, সাবেক সেনাপ্রধান দুর্নীতিবাজদের জবাবদিহির ক্ষেত্রে আগ্রহী ছিলেন না। এ কারণেই তাঁর সম্পর্ক নষ্ট হয়।
ইমরান অভিযোগ করেন, বাজওয়াকে সেনাপ্রধান হিসেবে পুনর্নিয়োগ দেওয়ার পর তাঁর মনোভাব পরিবর্তনের বিষয়টি টের পান। তাঁর ওপর ধীরে ধীরে দুর্নীতিবাজদের জবাবদিহির বিষয়টি ছেড়ে দেওয়ার চাপ বাড়তে থাকে।
ইমরান বলেন, সাবেক সেনাপ্রধান তদবিরের জন্য সাবেক রাষ্ট্রদূত হুসেইন হাক্কানিকে নিয়োগ করেছিলেন। ওই রাষ্ট্রদূত তাঁর বিরুদ্ধে ওয়াশিংটনে দুর্নাম ছড়ান এবং বাজওয়াকে তুলে ধরেন।
বাজওয়ার সঙ্গে সর্বশেষ সাক্ষাতের বিষয়ে ইমরান বলেন, সাবেক সেনাপ্রধান তাঁকে প্লেবয় বলেছিলেন। এর জবাবও দিয়েছিলেন তিনি। ইমরান বলেন, তিনি বাজওয়াকে বলেছিলেন, ‘হ্যাঁ, আমি প্লেবয়।’ ইমরান অভিযোগ করেন, তাঁকে যুক্তরাষ্ট্রবিরোধী হিসেবে প্রচার করা হয়েছিল পাকিস্তান থেকেই। মার্কিন কর্মকর্তা ডোনাল্ড লু যা বলেছিলেন, সে বিষয়টি তাঁকে পাকিস্তান থেকে বলতে বলা হয়েছিল।
ইমরান অভিযোগ তোলেন, অনাস্থা ভোটের সময় পিটিআইয়ের তিন সংসদ সদস্যকে সেনাবাহিনীর পক্ষ থেকে অনুপস্থিত থাকতে চাপ দেওয়া হয়েছিল। কে বা কারা তাঁদের চাপ দিয়েছিলেন, সে বার্তা তিনি পেয়েছেন।
ইমরান খান বলেন, সেনাবাহিনীর সঙ্গে তাঁর কোনো যোগাযোগ ছিল না। কারণ, তিনি একে মনে করেন ‘ওয়ান ম্যান শো’। তিনি মনে করেন, দেশকে রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট থেকে বের করে আনতে এস্টাবলিশমেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ইমরান বলেন, পাকিস্তানকে রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতার দিকে নিয়ে যাওয়ার একমাত্র উপায় অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন।