একাদশ শ্রেণির পদার্থবিজ্ঞানের পরীক্ষা। প্রশ্ন এসেছে বিজ্ঞানী আইজ্যাক নিউটনকে নিয়ে। কিন্তু শিক্ষার্থী উত্তরে জনপ্রিয় একটি গানের কথা লিখে দিয়েছে। এতে খেপেছেন শিক্ষক। তিনি উত্তরপত্রের একটি ছোট ভিডিও করেছেন। পরে সেটি আপলোড দিয়েছেন হোয়াটসঅ্যাপে। সেটি ভাইরাল হয়েছে।
ঘটনার এখানেই শেষ নয়। ভাইরাল ভিডিওটি নজরে পড়েছে উত্তরপত্রে শিক্ষার্থীর লেখা ‘ঝুম’ গানের শিল্পী আলী জাফরের। পাকিস্তানের জনপ্রিয় এই গায়ক ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে শেয়ার করেছেন। টুইটার ব্যবহারকারীদের মধ্যে জাফরের এ পোস্ট সাড়া ফেলেছে।
শিক্ষার্থীদের উদ্দেশে টুইটে আলী জাফর লিখেছেন, ‘ভাইরাল হওয়া এ ভিডিও হোয়াটসঅ্যাপে পোস্ট করা হয়েছে। আমি শিক্ষার্থীদের অনুরোধ করছি, আমার গানে পদার্থবিজ্ঞান খুঁজতে যেয়ো না। যদিও এ গানের কথাসহ সর্বত্র পদার্থবিজ্ঞানের উপস্থিতি রয়েছে। তারপরও শিক্ষাজীবনে পড়াশোনাকে শ্রদ্ধা করতে হবে। শিক্ষকের পরিশ্রমকে শ্রদ্ধা করতে হবে।’
শিল্পী জাফরের এই পোস্টের নিচে একজন মন্তব্য করেছেন, ‘আলী জাফর ভাই তরুণদের ও তাঁর অনুসারীদের পড়ালেখায় উৎসাহ দিয়েছেন। এটা দারুণ।’ অন্য একজন লিখেছেন, ‘আপনি শুধু একজন মেধাবী মানুষ নন, আপনি একজন সেরা অনুপ্রেরণা প্রদানকারী ব্যক্তিও। আপনি জীবনে যেসব অর্জন করেছেন, এখনকার সেরার অবস্থানে এসেছেন, সেই যাত্রাপথটা তরুণদের জানানো উচিত। কেননা জীবনে উন্নতি করতে হলে অধ্যবসায় আর কঠোর পরিশ্রমের বিকল্প নেই।’
তবে এ ঘটনা কোথায় ঘটেছে, তা জানা যায়নি। এমনকি ওই শিক্ষার্থী ও শিক্ষকের পরিচয়ও জানা যায়নি। তবে ভিডিওটি পোস্ট করে রাগান্বিত শিক্ষক লিখেছেন, উত্তরপত্রে একজন শিক্ষার্থীর গানের কথা লিখে রাখাটা শিক্ষকের জন্য রীতিমতো অপমানজনক। নিশ্চয়ই ক্লাসে ওই শিক্ষার্থীর মনোযোগ ছিল না। বিজ্ঞানী নিউটন ও তাঁর কাজ নিয়ে যখন ক্লাসে আলোচনা হয়েছিল, তখন সে ঘুমিয়ে কাটিয়েছে। তাই সে পরীক্ষার খাতায় উত্তর লিখতে পারেনি।