চোরের উৎপাত ঠেকাতে বা সন্ত্রাসীদের ধরতে বাড়িঘর, ভবন, গুরুত্বপূর্ণ স্থাপনা কিংবা সড়কে ক্লোজড সার্কিট ক্যামেরা বা সিসিটিভি বসানো নতুন কিছু নয়। দেশে দেশে নতুন এ প্রযুক্তির ব্যবহার রীতিমতো অপরিহার্য হয়ে উঠেছে। তাই বলে কারও মাথায় যদি এ ক্যামেরা বসানো হয়, তবে নিঃসন্দেহে যে কারও চোখ কপালে উঠবে। তবে এমন অদ্ভুত ও অস্বাভাবিক ঘটনাই বাস্তবে ঘটিয়েছেন এক ব্যক্তি। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরালও হয়েছে।
মেয়ের নিরাপত্তা নিশ্চিত করতে ও তার চলাচলের ওপর নজর রাখতে অভিনব ওই কাজ করেছেন পাকিস্তানের একজন বাবা। তিনি মেয়ের মাথার ওপরে লাগিয়েছেন আস্ত একটি সিসিটিভি ক্যামেরা। আর সেটি মাথায় নিয়েই ওই তরুণী বাইরে চলাফেরা করছেন। অবশ্য ক্যামেরাটি কীভাবে কাজ করছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
বাবার এমন কর্মকাণ্ডে ক্ষোভ নেই মেয়ের; বরং বাবাকে তিনি ‘ব্যক্তিগত নিরাপত্তারক্ষী’ বলেই বর্ণনা করেছেন। এ ঘটনা নিয়ে তরুণীর সাক্ষাৎকারের একটি ভিডিও এক্সে ভাইরাল হয়েছে। তাতে দেখা যায়, মাথার ওপর একটি বড়, গোলাকৃতির সিসিটিভি ক্যামেরা নিয়ে কথা বলছেন তিনি। যখন মাথায় থাকা ক্যামেরা নিয়ে প্রশ্ন করা হয়, তখন তিনি জানান, বাবা তাঁর চলাফেরার ওপর নজর রাখতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে এটা করেছেন। কারও কারও কাছে এটা বাড়াবাড়ি মনে হলেও বাবার সিদ্ধান্ত নিয়ে তাঁর কোনো আপত্তি নেই।
সম্প্রতি পাকিস্তানের করাচিতে এক নারীকে নৃশংসভাবে হত্যা করা হয়। ওই ঘটনার পর বাবা তাঁর সুরক্ষায় এ উদ্যোগ নেন বলে জানান ওই তরুণী। ‘নেক্সট লেভেল সিকিউরিটি ’শিরোনামে তরুণীর সাক্ষাৎকারের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর কেউ কেউ ওই বাবার প্রশংসা করেছেন। কেউ কেউ এ নিয়ে কৌতুক করেও মন্তব্য করেন। এমনই একজনের মন্তব্য, ‘যদি পেছন থেকে কেউ তরুণীকে আক্রমণ করেন, তবে ওই ক্যামেরা খুব একটা কাজে লাগবে না।’