বাজওয়া বললেন

পাকিস্তানে রাজনীতি থেকে দূরেই থাকবে সেনা, মেয়াদ শেষে অবসরে

পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া
ছবি: রয়টার্স

পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া বলেছেন, সেনাবাহিনী রাজনীতি থেকে দূরেই থাকবে। আর মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি অবসরে চলে যাবেন। গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে পাকিস্তান দূতাবাসে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

দেশটির গণমাধ্যম ডনের খবরে বলা হয়েছে, ওয়াশিংটনে পাকিস্তান দূতাবাসে এক মধ্যাহ্নভোজের অনুষ্ঠানে অংশ নেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া।

মধ্যাহ্নভোজের আগে কামার জাভেদ বাজওয়া অনানুষ্ঠানিক ভাষণ দিয়েছেন। সেখানে তিনি বলেন, এত দিন রাজনীতি থেকে সেনাবাহিনী নিজেদের দূরে সরিয়ে রেখেছে এবং ভবিষ্যতেও সেই ধারা ধরে রাখবে। বাজওয়ার দ্বিতীয় মেয়াদের তিন বছর পূর্ণ হচ্ছে আগামী নভেম্বরে।

মধ্যাহ্নভোজের অনুষ্ঠানে অংশ নেওয়া ব্যক্তিদের বরাত দিয়ে ডন এ খবর দিয়েছে।

মধ্যাহ্নভোজে পাকিস্তানের কূটনীতিকসহ নানা শ্রেণি–পেশার মানুষ যোগ দেন। এ সময় তিনি বলেন, দেশের এখনকার অর্থনৈতিক অবস্থাকে অন্য সব খাতের চেয়ে প্রথম অগ্রাধিকার দেওয়া উচিত।

শক্তিশালী অর্থনীতি ছাড়া দেশ লক্ষ্য অর্জন করতে পারবে না। শক্তিশালী অর্থনীতি ছাড়া কূটনৈতিক সম্পর্কও ভালো হতে পারে না। মধ্যাহ্নভোজের পর জেনারেল বাজওয়া পেন্টাগনে যান। সেখানে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে বৈঠক করেন।

পাকিস্তান আইএসপিআরের বিবৃতি অনুযায়ী, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ছাড়াও বাজওয়া দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেরেমি সুলিভান এবং পররাষ্ট্রবিষয়ক উপমন্ত্রী ওয়েন্ডি রুথ শেরম্যানের সঙ্গে বৈঠক করেন।

বৈঠকে পারস্পরিক স্বার্থ, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি এবং বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে।

এ সময় সমর্থন দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের ধন্যবাদ জানান বাজওয়া। তিনি বলেন, পাকিস্তানে বন্যায় আক্রান্ত ব্যক্তিদের উদ্ধার ও পুনর্বাসনের মতো গুরুত্বপূর্ণ কাজে বৈশ্বিক অংশীদারদের সহযোগিতা প্রয়োজন।