সেনাপ্রধান স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করবেন, আশা ইমরানের

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান
ফাইল ছবি: রয়টার্স

স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরকে অনুরোধ করেন পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী। খবর জিও নিউজ।

আজ সোমবার লাহোরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইমরান খান বলেন, ‘আমি আশা করব বর্তমান সেনাপ্রধান একটি স্বচ্ছ জাতীয় নির্বাচন আয়োজন নিশ্চিত করবেন। কারণ, সেনাবাহিনী ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠানের হাতে এত ক্ষমতা নেই।’
গত বছরের এপ্রিল মাসে অনাস্থা ভোটে হেরে বিদায় নেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেন, সেনাবাহিনী ইতিবাচক ভূমিকা পালন করলে পাকিস্তানের উন্নত দেশ হওয়া কেউ ঠেকাতে পারবে না।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দেশের বর্তমান রাজনীতিতে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে কথা বলেন পিটিআই চেয়ারম্যান। তিনি বলেন, ‘বর্তমান বাস্তবতায় এটা মেনে নিতে হবে, কারণ তারা (সেনাবাহিনী) সব আইনের ঊর্ধ্বে। তবে আইনের শাসন অনুযায়ী কাজ করে দেশের বর্তমান অবস্থার উন্নতি ঘটানো সম্ভব।’

চলতি বছর অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে রাজনৈতিক নীলনকশা নিয়ে আশঙ্কার কথা জানান ইমরান খান। তাঁর দলের (পিটিআই) ক্ষমতা হ্রাস করার চেষ্টা করা হলে প্রতিরোধ করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। এ সময় পাঞ্জাবের প্রাদেশিক পরিষদ ভেঙে দেওয়া নিয়ে কথা বলেন পিটিআই চেয়ারম্যান। তিনি বলেন, পাঞ্জাবে দলের নেতা-কর্মীদের তাঁর বিরুদ্ধে প্ররোচিত করা হচ্ছে। পাশাপাশি পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ও পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) দলে পিটিআই নেতা-কর্মীদের দলে ভেড়ানোর চেষ্টা করা হচ্ছে।

এদিকে ইমরান খানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা গতকাল স্থগিত করেছেন লাহোর হাইকোর্ট। ইমরান খান এবং তাঁর দলের নেতা আসাদ ওমর ও ফাওয়াদ চৌধুরীর বিরুদ্ধে গত সপ্তাহে পরোয়ানা জারি করে পাকিস্তান নির্বাচন কমিশন (ইসিপি)। বিচারপতি সাদাকাত আলী খান শুনানি শেষে গ্রেপ্তারি পরোয়ানার ওপর স্থগিতাদেশ দেন।