বায়ুদূষণ রেকর্ড পর্যায়ে পৌঁছানোর কারণে পাকিস্তানের লাহোর শহরের সব প্রাথমিক বিদ্যালয় এক সপ্তাহের জন্য বন্ধ করে দেওয়া হচ্ছে। আজ রোববার কর্তৃপক্ষ এ তথ্য জানায়।
পাঞ্জাবের জ্যেষ্ঠ মন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব এক সংবাদ সম্মেলনে বলেন, কারণ, ভারতের দিক থেকে বাতাস (দূষিত) লাহোরের দিকে আসছে...তাই মন্টেসরি, প্লে গ্রুপ ও পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়গুলোকে এক সপ্তাহের ছুটি দেওয়া হচ্ছে। হাসপাতালগুলোতে ধোঁয়াশারোধী ব্যবস্থা স্থাপন করা হবে।
কয়েক দিন ধরে প্রায় দেড় কোটি মানুষের এই শহর ধোঁয়াশায় আচ্ছন্ন। কুয়াশার সঙ্গে নিম্নমানের ডিজেলের ধোঁয়া, মৌসুমি কৃষিজমির খড় পোড়ানোর ধোঁয়া এবং শীতের মধ্যে ঠান্ডা তাপমাত্রাকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসার যন্ত্র থেকে বের হওয়া গ্যাস—সব মিলিয়ে এ ধোঁয়াশা তৈরি হয়।
বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং সতর্ক করে। তাদের তথ্যমতে, বায়ুর মান সূচক অনুযায়ী লাহোরের স্কোর এক হাজার ছাড়িয়ে গেছে। সূচকে ৩০০ স্কোর ছাড়িয়ে গেলে একে ‘বিপজ্জনক’ বলা হয়। পাঞ্জাব সরকার আজকের বায়ুর মানের স্কোর এক হাজারের বেশি রেকর্ড করেছে, যা ‘নজিরবিহীন’ বলে মনে করা হচ্ছে।
দেশটির আবহাওয়ার পূর্বাভাসে আগামী ছয় দিন বাতাস একই ধরনের থাকবে বলা হচ্ছে। লাহোরের পরিবেশ সুরক্ষাবিষয়ক একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জাহাঙ্গীর আনোয়ার এএফপিকে বলেন, তাই সব সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এক সপ্তাহের জন্য বন্ধ থাকবে।
আরেক সরকারি কর্মকর্তা বলেন, আগামীকাল সোমবার থেকে পরবর্তী রোববার পর্যন্ত ১০ বছর বয়স পর্যন্ত সব শিশুর ক্লাস বন্ধ থাকবে। এরপর পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
পাঞ্জাবের জ্যেষ্ঠ মন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব বলেন, এই ধোঁয়াশা শিশুদের জন্য খুবই ক্ষতিকর। সব বিদ্যালয়ে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। ওপরের দিকের ক্লাসের শিক্ষার্থীদের স্বাস্থ্যের দিকেও নজর রাখা হচ্ছে।
বায়ুদূষণজনিত স্বাস্থ্য সমস্যাগুলো হলো শ্বসনযন্ত্র-সম্পর্কিত রোগ, হৃদ্রোগ, ফুসফুস ক্যানসার, নির্ধারিত সময়ের আগে শিশুর জন্ম, কম ওজনের শিশুর জন্ম, মৃত শিশু প্রসব, মানসিক স্বাস্থ্য সমস্যা, শিশুর মস্তিষ্ক বিকাশজনিত স্বাস্থ্য সমস্যা ও অপমৃত্যু।
সবচেয়ে বেশি স্বাস্থ্যঝুঁকিতে আছে বায়ুদূষণ সংবেদনশীল গ্রুপ, যেমন শিশু, বৃদ্ধ ও যাদের আগে থেকে শ্বসনযন্ত্র-সম্পর্কিত রোগ, হৃদ্রোগ ও অন্যান্য দীর্ঘস্থায়ী রোগ আছে।
বায়ুদূষণের কারণে সবচেয়ে ভুক্তভোগী হচ্ছে শিশুরা। কারণ, শিশুদের শ্বাসপ্রশ্বাসের হার প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের চেয়ে অনেক বেশি, তাই শিশুরা অনেক বেশি পরিমাণে দূষিত বায়ু নিশ্বাসের সঙ্গে গ্রহণ করে।