পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) নেতা ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ
পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) নেতা ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ

পাকিস্তানে নির্বাচিত ৬ স্বতন্ত্র সংসদ সদস্য নওয়াজের দলে যোগ দিলেন

পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচনে বিজয়ী ছয়জন স্বতন্ত্র প্রার্থী সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজে (পিএমএল-এন) যোগ দিয়েছেন।

এবারের নির্বাচনে এককভাবে সরকার গঠনের জন্য কোনো দল প্রয়োজনীয় আসন পায়নি। জোট বেঁধে সরকার গড়ার আলোচনা এগিয়ে নিচ্ছে পিএমএল-এনসহ বিভিন্ন রাজনৈতিক দল।

সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) আইনি প্রতিবন্ধকতায় এবার সরাসরি নির্বাচনে অংশ নিতে পারেনি। দলটির প্রার্থীরা স্বতন্ত্র হিসেবে ভোটে দাঁড়িয়েছেন। ভোটের ফলাফলে স্বতন্ত্ররা সবচেয়ে বেশি আসন পেয়েছেন।

এ পরিস্থিতিতে ইমরানের দল পিটিআই–সমর্থিত এবং নির্দলীয় স্বতন্ত্রদের কেউ কেউ পিএমএল-এনে যোগ দিতে পারেন, আগে থেকেই এমন ধারণা করা হচ্ছিল। এর মধ্য দিয়ে নওয়াজের রাজনৈতিক দলের জোট গড়ার উদ্যোগ আরও জোরদার হতে পারে।

গতকাল রোববার নওয়াজের দলে যোগ দেন ওয়াসিম কাদির। তিনি পিটিআইয়ের সমর্থন নিয়ে লাহোরের একটি আসন থেকে জয়ী হয়েছেন।

লাহোরের সাবেক ডেপুটি মেয়র ওয়াসিম কাদির। নওয়াজের দল পিএমএল-এনের হয়ে আগে তিনি পার্লামেন্ট সদস্য ছিলেন। ২০১৮ সালের ডিসেম্বরে দলত্যাগ করে তিনি পিটিআইয়ে যোগ দেন।

গতকাল পিএমএল-এনের প্রধান সংগঠক মরিয়ম নওয়াজের সঙ্গে দেখা করে ওয়াসিম কাদির বলেন, ‘আমি নিজের ঘরে ফিরে এসেছি।’

পিএমএল-এনে আরও যোগ দিয়েছেন স্বতন্ত্র হিসেবে এবারের নির্বাচনে জয়ী রাজা খুররাম নওয়াজ, ব্যারিস্টার আকেল, পীর জহুর হুসেইন কুরেশি, সরদার শমসের মাজারি ও ব্যারিস্টার মিয়া খান বুগতি।

তাঁরা পিটিআই-সমর্থিত কি না, তা ডনের প্রতিবেদনে জানানো হয়নি।