পাকিস্তানে সেনাবহরে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৯

খাইবার পাখতুনখাওয়ার রাস্তা দিয়ে চলাচল করছে পাকিস্তানের সেনাবাহিনীর একটি বহর
ছবি: রয়টার্স ফাইল ছবি

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বান্নু জেলার জানি খেল এলাকায় আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৯ সেনা নিহত হয়েছেন। হামলাকারী মোটরসাইকেল আরোহী ওই পথ দিয়ে যাওয়া সেনাবহরের ওপর এই হামলা চালান।

গতকাল বৃহস্পতিবার পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ দপ্তর (আইএসপিআর) বলছে, হামলায় পাঁচ সেনা আহত হয়েছেন। ঘটনার পর নিরাপত্তা বাহিনীর সদস্যরা এলাকাটি ঘিরে ফেলেন। ওই এলাকায় আর কোনো সন্ত্রাসী লুকিয়ে আছে কি না, তা নিশ্চিত হতে অভিযান চালানো হচ্ছে।

পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ার-উল-হক কাকার বলেন, এ ধরনের ঘটনা একেবারেই নিন্দনীয়। হতাহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। এ ধরনের সন্ত্রাস দূর করতে পাকিস্তান দৃঢ় সংকল্পবদ্ধ বলেও জানান।

আগস্টের শুরুর দিকে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির বলেন, আলোচনা আবারও শুরু করার জন্য সন্ত্রাসীরা সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়িয়ে দিয়েছে। এটিকে সন্ত্রাসীদের ব্যর্থ প্রচেষ্টা বলে উল্লেখ করেন তিনি।

আইএসপিআরের ভাষ্য অনুযায়ী, খাইবার পাখতুনখাওয়াতে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রবীণ নেতাদের সঙ্গে আলাপকালে আসিম মুনির এ কথা বলেছেন।