রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁসের মামলায় (সাইফার মামলা) পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রতিষ্ঠাতা ইমরান খানের বিচার আগামী ১১ জানুয়ারি পর্যন্ত স্থগিত করেছেন ইসলামাবাদ হাইকোর্ট।
গতকাল বৃহস্পতিবার ইসলামাবাদ হাইকোর্ট এ বিষয়ে ইমরান খানের করা আবেদন মঞ্জুর করে আদেশ দেন।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের করা আপিল আবেদনের ওপর এই আদেশ দেন ইসলামাবাদ হাইকোর্টের বিচারপতি মিয়াঙ্গুল হাসান আওরঙ্গজেব। ইসলামাবাদ হাইকোর্টের এই আদেশকে ইমরান খানের জন্য স্বস্তি হিসেবে দেখা হচ্ছে।
ইমরান খান তাঁর আপিলে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টের অধীনে প্রতিষ্ঠিত বিশেষ আদালত কর্তৃক এই মামলায় তাঁকে অভিযুক্ত করা, বিচারের কার্যধারা ও গ্যাগ আদেশের (কোনো বিষয়ে তথ্য প্রকাশ না করার নির্দেশ) চ্যালেঞ্জ করেছিলেন।
রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁসের এই মামলায় ২২ ডিসেম্বর ইমরান খানকে জামিন দেন দেশটির সুপ্রিম কোর্ট। একই সঙ্গে জামিন পান মামলার অপর আসামি পিটিআইয়ের ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশি।
১৩ ডিসেম্বর এই মামলায় ইমরান ও কুরেশিকে দ্বিতীয়বার অভিযুক্ত করেন পাকিস্তানের রাওয়ালপিন্ডির আদিয়ালা কারা চত্বরে স্থাপিত বিশেষ আদালত। পরে এই আদালতে নতুন করে মামলাটির বিচারকাজ শুরু হয়। কারাগারে থাকা উভয় রাজনীতিবিদ নিজেদের নির্দোষ দাবি করে আসছেন।