সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) ২৩তম সম্মেলনে অংশগ্রহণকারী নেতারা। গতকাল পাকিস্তানের ইসলামাবাদে
সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) ২৩তম সম্মেলনে অংশগ্রহণকারী নেতারা। গতকাল পাকিস্তানের ইসলামাবাদে

এসসিও শীর্ষ সম্মেলন

বিআরআই প্রকল্পের সম্প্রসারণ চাই: শাহবাজ শরিফ

আঞ্চলিক সহযোগিতা বাড়াতে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) প্রকল্প সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। গতকাল বুধবার ইসলামাবাদে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) শীর্ষ সম্মেলনে দেওয়া ভাষণে তিনি এ আহ্বান জানান।

নিরাপত্তা ও রাজনৈতিক সংগঠন এসসিও ২০০১ সালে গঠিত হয়। এ বছর এসসিও শীর্ষ সম্মেলনের আয়োজক পাকিস্তান। এতে চীন, রাশিয়া, ভারতসহ ১১টি দেশের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। গত মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এ সম্মেলন শুরু হয়।

ভাষণে শাহবাজ শরিফ বলেন, ‘সড়ক, রেল ও ডিজিটাল অবকাঠামো উন্নয়নে জোর দিয়ে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মতো চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের মূল প্রকল্পগুলোর সম্প্রসারণ করা উচিত।’

বিআরআই বিশ্বব্যাপী অবকাঠামো ও জ্বালানি নেটওয়ার্কের জন্য নেওয়া ১ লাখ কোটি ডলারের পরিকল্পনা। স্থল ও সমুদ্রপথের মাধ্যমে আফ্রিকা ও ইউরোপের সঙ্গে এশিয়াকে যুক্ত করার জন্য চীন এক দশক আগে এ প্রকল্প হাতে নিয়েছিল।