ইমরানকে আজ ৪ আগস্ট সকাল ১০টায় নির্বাচন কমিশনে হাজির হতে সমন জারি করেছেন প্রধান নির্বাচন কর্মকর্তা।
পাকিস্তানের সাবেক ক্ষমতাসীন দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফকে (পিটিআই) আন্তদলীয় নির্বাচন না করলে দলটিকে ভবিষ্যতে নির্বাচনী প্রতীক পাওয়ার অযোগ্য ঘোষণা করা হতে পারে বলে সতর্ক করেছে দেশটির নির্বাচন কমিশন (ইসিপি)।
গত বুধবার দলের প্রধান ইমরান খানকে আজ ৪ আগস্ট সকাল ১০টায় নির্বাচন কমিশনে হাজির হতে সমন জারি করেছেন প্রধান নির্বাচন কর্মকর্তা। সেখানে বলা হয়, ‘ব্যর্থ হলে (আন্তদলীয় নির্বাচন) নির্বাচনী আইন–২০১৭–এর সেকশন ২১৫(৫) অনুযায়ী আপনার রাজনৈতিক দল আগামী নির্বাচনে নির্বাচনী প্রতীক পাওয়ার ক্ষেত্রে অযোগ্য হতে পারে।’
আগের এক নোটিশের বরাত দিয়ে ইসিপি জানায়, পিটিআইয়ের গঠনতন্ত্র অনুযায়ী ২০২১ সালের ১৩ জুন থেকে দলটির নির্বাচন হওয়ার কথা ছিল।
ইসিপি বলেছে যে পিটিআইকে নির্বাচন আইন–২০১৭–এর ২০৮, ২০৯ ও ২১৫ ধারার অধীনে প্রদত্ত সময়সীমার মধ্যে আন্তদলীয় নির্বাচন পরিচালনা করার কথা দলটিকে মনে করিয়ে দেওয়া হয়েছিল কিন্তু দলটি তা করতে পারেনি।
নির্বাচনী এই কর্তৃপক্ষ জানিয়েছে, গত বছরের মে মাসে তারা পিটিআইকে ওই বছরের ১৩ জুনের (বর্ধিত সময়) মধ্যে আন্তদলীয় নির্বাচন নিশ্চিত করতে চূড়ান্ত নোটিশ দেয়। নোটিশে আরও বলা হয়, এর মধ্যে না করলে আর সময় বাড়ানো হবে না।
পরে এই নোটিশের পরিপ্রেক্ষিতে পিটিআই দলের সংশোধিত গঠনতন্ত্রের একটি অনুলিপি নির্বাচন কমিশনে জমা দেয়। যা নির্বাচনী সংস্থাতে ‘যথেষ্ট নয়’ বলে বিবেচিত হয়েছিল।
ইসিপি নির্বাচনী আইনের ২০৯(১)–এর ধারা অনুযায়ী প্রতিটি নিবন্ধিত রাজনৈতিক দল আন্তদলীয় নির্বাচন পরিচালনার বিষয়ে ইসিপিকে একটি নথি জমা দিতে বাধ্য। নোটিশে বলা হয়, কোনো রাজনৈতিক দল তা করতে ব্যর্থ হলে দলটিকে নির্বাচনে প্রতীক পাওয়ার অযোগ্য ঘোষণা করার ক্ষমতা নির্বাচন কমিশনকে দেওয়া আছে।
চলতি বছরের শেষ দিকে দেশটির জাতীয় নির্বাচন। এই নির্বাচন সামনে রেখে গত মাসে ইসিপি সব দলকে নির্বাচনী প্রতীক বরাদ্দ চেয়ে আবেদন করতে বলে। তারা কোন প্রতীক চায়, তা আবেদনে উল্লেখ করতে বলা হয়। সেখানে দলের প্রধানের স্বাক্ষর থাকা বাধ্যতামূলক। আবেদন পাওয়ার পর নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলো যোগ্যতা যাচাই-বাছাই করে দেখবে। ২০১৮ সালের জাতীয় নির্বাচনে পিটিআইয়ের প্রতীক ছিল ‘ব্যাট’।