পাকিস্তানের পেশোয়ারে মসজিদে বোমা বিস্ফোরণ, নিহত ১৭, আহত ৯০

পাকিস্তানের পেশোয়ারে মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ৯০ জন আহত হয়েছেন।

জিও নিউজের খবরে বলা হয়েছে, আজ সোমবার জোহরের নামাজের সময় স্থানীয় পুলিশ লাইন্স এলাকার একটি মসজিদে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। নিরাপত্তা কর্মীদের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, জোহরের নামাজের সময় এক আত্মঘাতী হামলাকারী এ বিস্ফোরণ ঘটিয়েছে। আহতদের পেশোয়ারের একটি হাসপাতালে নেওয়া হয়েছে।