পাকিস্তানের জাতীয় পরিষদে বিরোধীদলীয় নেতা হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সাধারণ সম্পাদক ওমর আইয়ুব। গতকাল মঙ্গলবার স্পিকার আয়াজ সাদিক এ ঘোষণা দিয়েছেন।
জাতীয় পরিষদ সচিবালয়ের এক বিবৃতি অনুযায়ী, পিটিআই নেতা গহর খান, আমির দোগার ও আইয়ুব নিজে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করার পর এ ঘোষণা দেওয়া হয়।
বিবৃতিতে বলা হয়, বৈঠকে বিরোধীদলীয় নেতা মনোনয়ন নিয়ে আলোচনা হয়। পরে কাগজপত্র যাচাই-বাছাই শেষে বিরোধীদলীয় নেতা হিসেবে আইয়ুবের নাম ঘোষণা করেন স্পিকার।
বিরোধীদলীয় নেতার পদে মনোনয়নপত্র দাখিলের সময় ছিল গত সোমবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত। এই সময়ে অন্য কেউ মনোনয়নপত্র দাখিল না করায় একক প্রার্থী হিসেবে আইয়ুবকে বিরোধীদলীয় নেতা ঘোষণা করা হয়। গতকাল থেকে এই নিয়োগ কার্যকর হবে।
এর আগে গত ৯ মার্চ বিরোধীদলীয় নেতা হিসেবে স্পিকারের দপ্তরে আইয়ুবের মনোনয়নসংক্রান্ত কাগজপত্র জমা দেয় পিটিআই ও সুন্নি ইত্তেহাদ কাউন্সিল (এসআইসি)। উল্লেখ্য, জাতীয় পরিষদের নির্বাচনে পিটিআই-সমর্থিত প্রার্থীরা স্বতন্ত্র হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। পরে সংরক্ষিত আসন পেতে তাঁরা এসআইসিতে যোগ দেন। অবশ্য দলীয় নেতৃত্ব নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে গহর খান ও ওমর আইয়ুব যোগ দেননি।
গত ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে কোনো দল সরকার গঠন করার মতো সংখ্যাগরিষ্ঠতা পায়নি। তবে সবচেয়ে বেশি আসন পান পিটিআই-সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা। দ্বিতীয় সর্বোচ্চ আসন পায় পিএমএল-এন। তৃতীয় অবস্থানে ছিল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। পরে পিএমএল-এন ও পিপিপি জোট সরকার গঠনের সিদ্ধান্ত নেয়।