পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আদালতে হাজির করা উপলক্ষে নিরাপত্তা পরিকল্পনা চূড়ান্ত করতে আগামীকাল সোমবার বৈঠক করবে পুলিশ, প্রশাসন ও সংশ্লিষ্ট অন্যান্য বিভাগ। সূত্রের বরাত দিয়ে দ্য ডন এই তথ্য জানিয়েছে।
রাষ্ট্রের গোপন নথির তথ্য ফাঁসের মামলায় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের নেতা ইমরানকে আগামী মঙ্গলবার রাজধানী ইসলামাবাদের ফেডারেল জুডিশিয়াল কমপ্লেক্সে বিশেষ আদালতের শুনানিতে হাজির করা হবে।
২৩ নভেম্বর বিশেষ আদালত (অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট) পিটিআই চেয়ারম্যান ইমরান ও ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কোরেশিকে ২৮ নভেম্বর হাজির করতে নির্দেশ দেন।
রাষ্ট্রীয় গোপনীয়তা আইনের এই মামলায় কারাগারের ভেতরে আদালত বসিয়ে ইমরানের বিচার করা হচ্ছিল। এভাবে বিচার করাকে সম্প্রতি বেআইনি ঘোষণা করেন ইসলামাবাদ হাইকোর্ট। এই পরিপ্রেক্ষিতে তাঁকে ফেডারেল জুডিশিয়াল কমপ্লেক্সে বিশেষ আদালতের শুনানিতে হাজির করার নির্দেশ দেওয়া হয়।
সূত্র বলছে, ২৮ নভেম্বর আদালতে ইমরানের হাজিরাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে বলে ধারণা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। কারণ, গ্রেপ্তার এড়াতে পিটিআইয়ের বেশির ভাগ নেতা হয় আত্মগোপনে গেছেন, নয়তো দল ছেড়েছেন।
সূত্র বলছে, তা সত্ত্বেও পুলিশের বিশেষ শাখাসহ সংশ্লিষ্ট অন্যান্য বিভাগ গোয়েন্দা তথ্য সংগ্রহ শুরু করেছে। এই তথ্য তাদের নিরাপত্তা পরিকল্পনা তৈরি করতে সহায়তা করবে।
ইমরান বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে আছেন। সূত্র জানায়, তাঁকে ফেডারেল জুডিশিয়াল কমপ্লেক্স নেওয়ার জন্য তিনটি রুট আছে। এগুলো হলো—পেশোয়ার রোড, ইসলামাবাদ এক্সপ্রেসওয়ে ও মুরি রোড।
ইমরানকে কারাগার থেকে ফেডারেল জুডিশিয়াল কমপ্লেক্স নেওয়ার ক্ষেত্রে পেশোয়ার রোডকে প্রাধান্য দেওয়া হচ্ছে বলে জানায় সূত্র।
সূত্র জানায়, আদালতে ইমরানের হাজিরা উপলক্ষে মঙ্গলবার ইসলামাবাদের গুরুত্বপূর্ণ রেড জোন আংশিকভাবে বন্ধ করে দেওয়া হতে পারে।
এ ছাড়া রেড জোন ও তার আশপাশে গুরুত্বপূর্ণ স্থান-স্থাপনায় পুলিশসহ আধা সামরিক বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হতে পারে।
সূত্র আরও জানায়, মঙ্গলবার জুডিশিয়াল কমপ্লেক্সে নিরাপত্তা জোরদার করা হবে। নিরাপত্তাব্যবস্থার অংশ হিসেবে পুলিশ ও আধা সামরিক বাহিনীর সুসজ্জিত সদস্যরা কমপ্লেক্সটি ঘিরে রাখতে পারেন। এ ছাড়া কমপ্লেক্সের দিকে যাওয়ার পয়েন্ট ও রাস্তা বন্ধ করে দেওয়া হতে পারে।